আমাদের বিজ্ঞাপন জগতে একটা বিপর্যয়ের আভাস দেখতে পাচ্ছি। বহুজাতিক কোম্পানীর (বিশেষত: ইউনিলিভার) বিজ্ঞাপনে এ আলামতটা বেশি দেখছি। কাল আরটিভিতে বিজ্ঞাপনের একটা স্লটে ৭টি বিজ্ঞাপন দেখায়। ৪টির সব মডেল বিদেশী। একটিতে দেশীবিদেশীর মিশেল।
স্বভাবত:ই বিজ্ঞাপনগুলো বিদেশে তৈরি। ফলে পোষাক আমাদের ঐতিহ্যের সাথে মিলে না। মডেলদের মুভমেন্টে বা পোজের ভঙ্গিটিও আমাদের সমাজের সাথে যায় না।
একটা সময় ছিলো আমাদের বিজ্ঞাপন পাতে তোলার মতো ছিলো না। কিন্তু কালক্রমে অনেক মেধাবী মানুষ এ শিল্পে যুক্ত হবার পর আমাদের বিজ্ঞাপন শিল্প আন্তর্জাতিক মান অর্জন করেছে।
আকর্ষণীয়গুলো মানুষ এসেছেন। কিন্তু এখন ধীরে ধীরে বিজ্ঞাপন জগত থেকে আমাদের প্রিয় মুখ গুলো হারিয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। ঢাকাসহ সারাদেশের বিলবোর্ড থেকেও হারিয়ে যাচ্ছে আমাদের প্রিয় মুখ গুলো। সেখানে ঠাঁই নিচ্ছে পাশ্চাত্যের পোষাকপরা বিদেশী মুখ সে জায়গা নিচ্ছে।
কেউ যদি সেসব পছন্দ করেন সেটা ব্যক্তিগত স্বাধীনতা হিসাবে আমরা গ্রহণ করতে পারি।
কিন্তু সবার ওপর চাপানোটা মানতে কষ্ট হয়। আমাদের স্বতন্ত্র ও গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য না থাকলে বাইরের সব নিতে বাধ্য হতাম। আমাদের গৌরব আমরা কেন হাতছাড়া হতে দেব ?
আমরা আমাদের প্রিয়মুখ ফেরৎ চাই। নতুন যে মুখ আসবে সেটাও আমাদের মুখ চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।