সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, পারমাণবিক ঘড়িটির উপর গবেষণার ফলাফল সায়েন্স জার্নালের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
পারমাণবিক ঘড়িটি অন্যান্য ঘড়ির মতো নয়। এটি ব্যবহৃত হবে বিভিন্ন বিজ্ঞান গবেষণার কাজে। পারমাণবিক এ ঘড়ির ভেতরে অসিলেটর নামের একটি প্রযুক্তি রয়েছে। এর কাজ অনেকটা পুরনো ঘড়ির দোলকের মতো। এ মেকানিজমটি একবার সামনে এবং একবার পেছনে গেলে এক সেকেন্ড সময় হয়েছে বলে ধরে নেওয়া হয়। এ ছাড়াও এটি বিদ্যুৎচৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।
এ সম্পর্কে বিজ্ঞানীরা জানিয়েছেন, বৈজ্ঞানিক গবেষণার জন্য পারমাণবিক এ ঘড়িটি বেশ নির্ভরযোগ্য। তবে এখনও ঘড়িটি নিয়ে তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন এমনটাই জানিয়েছে সিএনএন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।