আমাদের কথা খুঁজে নিন

   

সূর্য্য বিলায় সোনালী স্বপ্ন নিখুঁত.........

কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড সময় পেরুনো বিমর্ষ তরুন সময়ের সাথে বেড়ে উঠা পাপী আবোগী স্রোতে মুখোমুখী ধূলিকণা রাত-দিন আগলে বুকে রাখি। ঝোপ নেই নিঝুম নিরালায় পতাকার বুকে তূষের আগুন শান্তি মুখর রোদেলা প্রত্যাশায় ঘুমন্ত জ্বালা বেড়েছে দ্বিগুন। মোমবাতির হলকা যখন পাটের সুতোয় মূর্দা কাফন ধ্বংস পাহাড় বেওয়ারিশ লাশে মাটির দেয়াল পরম আপন। এখন তো আর লাগবেনা কোনো বিচার আাচার নিয়ম প্রথা কানুন শাহবাগের এই জাগ্রত বিবেকে মানবিক যত গাঢ় স্মৃতি কিনুন। দুর থেকে দেখা সজল উষ্ণ তাপ কাছ থেকে যারা সৌভাগ্যের বর আমার কন্ঠ মিশুক তোমার গলায় কাঁধেতে দেখো এই সারথীর কর। মূলভাবনায় পড়ে থাক দেশকাল আমাদের আছে দ্রোহ-মন্ত্র অযুত কবেকার সেই নিদ্রিত রাত ঘুমে সূর্য্য বিলায় সোনালী স্বপ্ন নিখুঁত। ফটোঃ গুগুল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.