আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ ঃ নারী দুর্বলতা



অবশ্যই সবার উচিৎ নারীদের মূ্ল্যায়ণ করা। তবে খুব বেশি নারী দুর্বলতা দেখানো ভাল নয় যেমন ঃ কুমিল্লা রেল স্টেশনের সামনে রিক্সা থেকে নামলাম। ভাড়াও মিটালাম ১২ টাকা। আমার পাশেই থামল আরেকটি রিক্সা। এক মহা সুন্দরী নারী নামল এবং ৫টাকা বের করে দিল।

ড্রাইভার তা হাতে নিল কিন্তু মানতে পারল না। এ কি আপা ১০ টাকা দেন। আপা বলল, তোমাদের লোভ বেশি ভাড়া যা তাই দিলাম। লোকটি বলল কান্দিরপাড় থেকে এখানের ভাড়া ১০ টাকা। মহিলাতো রেগে আগুন, এই ব্যাটা ২ জনের ভাড়া ১০ টাকা হলে আমি একা এসে ৫ টাকা দিলাম।

ড্রাইভার তখন বলল, তাহলে আমার উচিৎ ছিল আপনার পাশে আরেকজন তোলা। সঙ্গে মিষ্টি কন্ঠে কর্কশ শব্দ, অসভ্য, ছোট লোক কি বললি তুই? তোর বাড়িতে কি মা বোন নেই? ..... এমন বহু। চিৎকার শুনে লোক জড়ো হলো, অনেকেই আপুর কাছে জানতে চাইল কি হল বলেনতো। আপু বলল, এই ছোট লোকের বাচ্চা আমার কাছ থেকে ভাড়া বেশি চাইলো, আমি দিতে চাইনি বলে কি খারাপ কথা না বলল, চলবে আর শুনল না, ধুম তাড়াক্কা কিল আর ঘুষি, সাথে ওই একই শব্দ শুয়রের বাচ্চা মহিলা দেখলে লোভ লাগে? সরল পেয়ে মহিলাদের ঠকানো? এই শালা তোর বাড়িতে কি মা বোন নেই? কেউ মারছে, আর কেউ বলছে আপু আপনি চলে যান, আপনার ট্রেন আসতেছে। আরেক বীরপুরুষ তো বলেই উঠল দেন আপনার ব্যাগটা দিয়ে আসি।

বলুনতো আপনি নারী হন আর পুরুষই হন, এটা কি আমাদের অতিরিক্ত নারী দুর্বলতা নয়? আরেকটা ঘটনা লিখব একটু অপেক্ষা করূন.....................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।