আমাদের কথা খুঁজে নিন

   

রক্তের বাঁধন ছিঁড়ে না কখনো, ছিঁড়লে ছিঁড়ে হৃদয়ের তার

শাফিক আফতাব------- আমি তো রক্তের বাঁধন ছিঁড়তে তোমাকে ভালোবাসি নাই, বেসেছি হৃদয়ের উত্তেজনায়, প্রদাহে, আর সময়ের প্রয়োজনে ; আমি তো তোমার সরকারি স্থায়ী চাকরির মতো কিছু নই, আমি তোমাকে আপন করতে এসেছি কিছু কবিতায় আর গানে। রক্তের বাঁধন ছিঁড়ে না কখনো, ছিঁড়লে ছিঁড়ে হৃদয়ের তার ; ভালোবাসা সে তো আপেক্ষিক একটা বিষয়, সময়ে বদলায় ; হৃদয়ের খেলা শেষে বলো কে কাছে থাকে, কে আর কাহার, চাবিতে কোনো কাজ হয় কি? হয়েছে মরিচা ধরা তালায়। তুমি একান্তই আমার সময়ের দাবি, রক্তের উচ্ছ্বাস ; ফেনা, অথচ রক্তের বাঁধনের চেয়ে যেন ক্ষণকালের বালির বাঁধ ; এতো কিছু চুক্তি, কিছু শর্ত, যেন কিছু জায়গা জমি কেনা ; রক্ত অন্তগুঢ়, কালনিরবধি চলমান, অথচ ভালোবাসা প্রমাদ। রক্তের বাঁধন ছিঁড়তে তোমাকে ভালোবাসি নাই ;হে প্রিয়তমা ; সময়ে চলে গেলে ভালোবাসা আহা !শুধুই কঙ্কালের প্রতিমা। নিসর্গ : ঢাকা ২২.০৫.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.