ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
চোখের ঘোলা জলে, আঁধার করে খেলা
নিষুতি এই রাত্রির, এই নিঝুম বেলা
আকাশের ঐ চাঁদ, ঘুমিয়ে গেছে বুঝি
আঁধার হাতড়ে শুধু, আলোর ফোঁটা খুঁজি
পাই নাকো খুঁজে, এক বিন্দু আলো
আঁধার ঘরের কোনে, নেই আমি ভালো
পুরোনো স্মৃতির ঘড়ি, ঘন্টার আওয়াজ তোলে
আমারি প্রাণের দেয়াল, জগতের সুখ ভোলে
ঘুমের দেশে যেতে, মৃত চেষ্টাগুলো আমার
অতীতের পাখা ধরে, অতীতে ফিরে আবার
হাজার বিন্দু জলে, তিয়াস মেটেনা মোর
কোটি বর্ষ হলো, তবুওতো হয় না ভোর
ভোরের টুকরো আলো, কখন দেবে উঁকি
সহ্য হচ্ছে না আর, শুধু কষ্টের পেটে ঢুকি
এভাবে আর কতকাল, কত রাত্রি প্রহর যাবে
কত জনম পরে আলো, আমার দেখা পাবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।