আমি নীল সাগরের জেলে
তাই মাছ খুঁজি সকালে বিকেলে ,
জেলে পাড়ায় বসত আমার
ঐ সরু রাস্তার ওপার ,
ঘিঞ্জি ঘিঞ্জি ঘর সেখানে
কেমন থাকি কেউ কি জানে ?
আমরা হলেম মানুষ জলের
সুখ কেন চাইব ফের!
নিত্য ভাটা নিত্য জোয়ার
বন্ধ যে হায় ভাগ্য দোয়ার ।
জেলের ছেলে তাইত জেলে
কোথায় যাব সাগর ফেলে ।
আকাশের নীলে ছুয়ে বুক
জলের মাঝে দেখি মুখ ,
জীর্ন, মলিন ,কোটরে চোখ
তবুও দিন একটু সুখের হোক ।
আসেনি সুখ বছরের পর বছর
কেটিয়েছি কত ক্ষুধার্ত নিদ্রাহীন প্রহর।
ছেলের হাতে -দেখেছি স্বপন
একটি বই-পড়াতে মন,
হাত ধরে সে যাবে স্কুল
খুশিতে ভাসবে চোখের দুকোল।
হয়না তা ভাবি যত
এ দিন আমার হয়না গত ,
আছি যেমন জেলেরা থাকে
সাগর বুকে ঢেউ পালকে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।