আমাদের কথা খুঁজে নিন

   

টিকে গেল বিখ্যাত হলিউড সাইন

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

নিশ্চিহ্ন হতে গিয়েও শেষ মুহূর্তে টিকে গেল বিখ্যাত হলিউড সাইন। কোন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নয় একটি রিয়্যাল স্টেট কম্পানির কবল থেকে রক্ষা পেল লস এঞ্জেলেসে অবস্থিত নামফলকটি। দীর্ঘদিন ধরে এই সাইনটি বিশ্বব্যাপী আমেরিকার মুভি ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করে আসছিল। কিন্তু সম্প্রতি রিয়্যাল স্টেট কম্পানি নামফলক ও আশেপাশের জায়গা ডেভলপ করার উদ্যোগ নিলে সাইনটি সরিয়ে ফেলা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এর বিরুদ্ধে একজোট হোন স্থানীয়রা।

গঠন করেন দি ট্রাস্ট ফর পাবলিক ল্যান্ড। তারা জায়গাটি ডেভলপারদের থেকে কিনে নিতে তৎপর হয়ে ফান্ড গঠন শুরু করেন। অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার গভর্নর আর্নল্ড শোয়ার্জনিগার জানান, পঞ্চাশটি স্টেট ও দশটি বিদেশী রাষ্ট্র থেকে ব্যক্তিগত সাহায্য আসে। স্টিভেন স্পিলবার্গ ও টম হ্যাঙ্কসের মতো ব্যক্তিরা এগিয়ে আসেন। সর্বশেষ প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনারের নয় লক্ষ ডলার অনুদান ১৩৮ একর ভূমি বাঁচানোর জন্য ১২.৫ মিলিয়ন ডলারের লক্ষ্য মাত্রা পূরণে সাহায্য করে।

ফলে বেঁচে যায় হলিউড নামফলকটি। যা শোয়ার্জনিগারের ভাষায়, স্বপ্ন, সুযোগ ও আশার প্রতীক। যেটি যুগে যুগে হলিউডে আমন্ত্রণ জানাবে স্বাপ্নিক ও শিল্পীদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.