পরজীবীর মত বেঁচে আছি। সবার শ্রম আর ঘামের উপর দখলদারিত্ব করে। আমার মত অসৎ সকলে, যারা উৎপাদন ও শ্রমের সাথে যুক্ত না হয়ে বেঁচে থাকে।
সিলেট, ২৯ এপ্রিল (শীর্ষ নিউজ ডটকম): সাংবাদিক ফতেহ ওসমানীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেট-বিমানবন্দর সড়ক অবরোধ করেছে নগরীর চোকিদেখি ও এর আশপাশ এলাকার লোকজন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিলেট-বিমানবন্দর সড়কের চৌকিদেখি এলাকার জনগণ রাস্তার উপর বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করে।
ফলে গুরুত্বপূর্ণ এ সড়কের দু'পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
http://www.biplobiderkotha.com
চৌকিদেখি এলাকার সামাদ শীর্ষ নিউজ ডটকমকে জানান, সকালে ফতেহ ওসমানীর লাশ বাড়িতে এসে পৌঁছুলে সেখানে তাকে এক নজর দেখতে এলাকাবাসীসহ নগরীর বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ভিড় করে। শোকাতুর স্থানীয় এলাকাবাসী এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। পরে বিভিন্ন শ্রেণী ও পেশার কয়েকশ মানুষ অবরোধে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে।
তারা বিভিন্ন শ্লোগান দিচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাত ১০টায় সিলেট নগরীর ঈদগাহ এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হন সাংবাদিক ফতেহ ওসমানী ও তার ব্যবসায়ী বন্ধু আব্দুল মালেক। আশঙ্কাজনক অবস্থায় ওসমানীকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।
বুধবার রাত সাড়ে ১১টায় ওসমানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(শীর্ষ নিউজ ডটকম/এএস/এসএস/এসএম/১২.২৬ঘ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।