আমাদের কথা খুঁজে নিন

   

পেন্সিলের গল্প [ The Story of the Pencil by Paulo Coelho ]

I will CHOOSE the TRUTH I BELIEVE . . . .

দাদুর লেখার দিকে তাকিয়ে আছে ছোট্ট ছেলেটি । একটা সময় সে জানতে চাইল, ‘আচ্ছা দাদু, তুমি কি আমদের কোন ঘটনা নিয়ে লিখছ ? লেখাটা আমাকে নিয়েই নয়তো ? ’ দাদু লেখা থামালেন । একটু হেসে বললেন , ‘ তোমাকে নিয়ে লিখছি , সেটা ঠিক । তবে জানো , এই লেখার পেন্সিল্টা কিন্তু আমার লেখা কথাগুলোর চাইতে দামী । আশা করি , বড় হয়ে একদিন তুমি এটার মতই হবে ।

’ ছেলেটি কৌতূহলি হয়ে ওঠে । কিন্তু পেন্সিলটাতে গুরূত্বপূর্ণ এমন কিছুই তার চোখে পরল না । ‘এটা তো আমার দেখা আর সব পেন্সিলের মতই !’ ‘এটা নির্ভর করে তুমি কিভাবে কোন কিছুকে দেখ । ’ দাদু বলে চললেন , ‘পেন্সিল্টির মাঝে পাঁচটি গুণ আছে । এগুলো তোমার জীবনে আনতে পারলে তুমিও পৃথিবীকে নিয়ে সুখী হবে ।

’ প্রথম গুণঃ তুমি হয়ত অনেক বড় কিছু করবে , কিন্তু কখনোই ভুলে যাবে না পেন্সিলের মত তোমাকেও একটি হাত পরিচালনা করে । এই হাতকেই আমরা স্রষ্টা হিসেবে চিনি । তিনি তার নিজের মত করে আমাদের পরিচালনা করেন । দ্বিতীয় গুণঃ লেখার সময় আমাকে মাঝে মাঝে থামতে হয় । পেন্সিলকে শার্পনার দিয়ে ধারালো করে নিতে হয় ।

এতে পেন্সিলের কিছু কষ্ট হয় বটে , কিন্তু শেষ পর্যন্ত এটা আরো তীক্ষ্ণ হয়ে ওঠে । সুতরাং , জীবনে কিছু কষ্ট সহ্য করতে শেখ ; এই কষ্ট গুলোই তোমাকে আরোও উন্নত করে তুলবে , সাফল্য এনে দিবে । তৃতীয় গুণঃ পেন্সিলে লেখার সময়ে ভুলত্রুটি হতেই পারে । পেন্সিলের লেখা কে সহজেই রাবার দিয়ে মুছে ফেলা যায় । এথেকে বুঝে নিও , আমরা যদি ভুল করেই ফেলি, সেটা ঠিক করাটা দোষের কিছু নয় ।

বরং সংশোধন করেই সঠিক পথে টিকে থাকা যায় । চতুর্থ গুণঃ একটা পেন্সিলের কিন্তু বাইরের কাঠ কি আকৃতির চাইতে ভেতরের শিসটাই আসল । মানুষের ক্ষেত্রেও তাই ; বাইরের চাইতে ভেতরের সৌন্দর্যটাই আসল । তোমার ভেতরে কি হচ্ছে , সেটার ব্যাপারেও লক্ষ্য রেখ । এবং পেন্সিলের পঞ্চম গুণঃ পেন্সিল তার দাগ রেখে যায় সবসময় ।

একই ভাবে জেনে রেখ , তুমি যা কিছু কর, তার চিহ্ন থেকেই যাবে । তাই তোমার প্রতিটি কাজ করবে দায়িত্ব নিয়ে । ’ বি.দ্র.: অনুবাদ করার সময় আমি কিছু স্বাধীনতা নিয়েছি, এটুকু অধিকার বোধ হয় অনুবাদকের থাকেই । ইংরেজী পড়তে চাইলে এখানে ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.