পেন্সিলঃ আমি দুঃখিত
ইরেজার: কি জন্য? তুমি তো ভুল কিছু কর নি।
পেন্সিলঃ আমি দুঃখিত; তুমি আমার জন্য আঘাত পেয়েছ।
যখনি আমি কোন ভুল করি, তুমি তখনি সেটা মুছে দাও। কিন্তু যেভাবে তুমি আমার ভুল গুলো মুছে দাও, তেমনি করে তুমি তোমার শরীরের একটু একটু অংশ হারিয়ে ছোট্ট হয়ে যাও।
ইরেজার: এটা সত্যি, কিন্তু আমি সত্যি ই কিছু মনে করি না।
তুমি জানো, এই কাজের জন্য ই আমাকে তৈরী করা হয়েছে। যখনি তুমি ভুল কর সেটা শুধরে দেবার জন্য আমাকে তৈরী করা হয়েছে। এমনকি এভাবেই একদিন আমি চলে যাব।
আমি আমার কাজের জন্য খুশি। তাই দয়া কর মন খারাপ করে থেকো না।
তোমাকে এভাবে দেখতে আমার ভাল লাগে না।
"আমাদের পিতামাতা ইরেজারের মত, এবং আমরা সন্তানেরা হলাম পেন্সিল। তারা সবসময় ই আছেন তাদের সন্তানের পাশে ছায়া হয়ে, সকল ভুল গুলো মুছে দিতে। প্রায়শ ই তারা আমাদের ভুল গুলো মুছে দিতে দিতে ইরেজারের মত ক্ষয়ে যান ( বৃদ্ধ হয়ে যান .. অবশেষে গত হন) ...
পিতামাতার যত্ন নিন। সেবা করুন এবং ভালবাসুন তারা যতটা ভালবেসে ছিলেন তার চেয়ে ও বেশী করে ভালবাসুন।
বাবা মা কে তো সবাই ভালবাসি। তবে বাবা-মা আমদের জন্য কতটা উৎসর্গ করেন তা আমরা তখন ই বুঝি যখন আমরা বাবা-মা হই। ছোট্ট একটা গল্প শেয়ার করলাম । আপনাদের হয়ত কিছুটা আত্মপলব্ধি করতে সাহায্য করবে।
#সংগৃহিত#
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।