চলতে চলতে একদিন চলার পথ শেষ হয়ে যাবে। দেখা যাবে নিকষষষ কালো অন্ধকার! আমি আঁকা-আকি নিয়ান্তই শখের বসে করি। ছোটবেলায় হাতের কাছে খাতা-কলম পেলেই যা খুশি তাই আঁকতাম। ইচ্ছা ছিল প্রাতিষ্ঠানিক ভাবে আঁকা-আকি শেখার। পরবর্তীতে দেখা গেল, পড়ালেখার মধ্যেই মন নাই, আবার আঁকা-আকি!
যাইহোক, যেহেতু আমার প্রাতিষ্ঠানিক যোগ্যতা নেই, অতএব এইখানে হাজারটা ভুল পাওয়া যাবে।
সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।
পেন্সিল দিয়ে খোঁচাখুঁচি করতে করতে দেখা গেল আমার মতো হয়ে গেছে!
মাজহার মিথুন ভাই।
তুতু বিলাই।
মোরগ যদি ইয়ে করে দেয়, তাইলে আমার সাইনের অবস্থা ক্যাড়াব্যাড়া!
মিনা আর মিঠু।
মিনার আরেকটা।
মাকড়সা মানব!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।