আমাদের কথা খুঁজে নিন

   

অভ্র- বিজয় নয়, জাতীয় কীবোর্ড হোক আমাদের বাংলা লেখার ডিফল্ট কীবোর্ড

এই ব্লগের সব মৌলিক লেখার স্বত্ব লেখকের নিজস্ব। মৌলিক লেখা অনুমতি ব্যতিরেকে অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

কম্পিউটারে যখন বাংলা ভাষা লেখার শুরু হয় তখন এই ভুবনে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা সকলেই যে যেভাবে পেরেছেন কীবোর্ড ডিজাইন করেছেন। কেউ তখন ভাবেননি এটা নিয়ে ভবিষ্যতে সমস্যা হবে। যদি মোস্তফা জব্বারের মতো বর্ণমালা ব্যবসায়ী বিজয়কে ব্যবসার হাতিয়ার না বানিয়ে উন্মুক্ত করে দিতেন, তাহলে হয়তো অভ্র তৈরি করার প্রয়োজন হতো না।

এতো হাঙ্গামাও হতো না। বিষয়টি আরো অনেক আগেই মীমাংসা হওয়া উচিৎ ছিলো। কীবোর্ড বিতর্কে সবাই অভ্রকে সমর্থন করছেন, এতে আমার কোন আপত্তি নেই। তবে ফোনেটিকে বাংলা লেখা কোন ভালো সমধান বলে আমি মনে করিনা। নিজের ভাষার বর্ণমালায় ফিক্সড কী- তে টাইপ করার চেয়ে সহজ কিছু হতে পারে বলে আমি মনে করিনা।

যারা কষ্ট করে একবার বিজয় শিখে ফেলেছেন, তারা ফিক্সড কী ছাড়তে পারবেন না। কারণ একবার অভ্যস্ত হয়ে গেলে ফিক্সড কী টাইপিং ফোনেটিক টাইপিং অপেক্ষা হাজার গুণ সহজ। যারা বিজয় ব্যবহার করেন তথা বিজয়ে অভ্যস্ত হয়ে গিয়েছেন, তাদের জন্য অনেক চমত্কার সমাধান হতে পারে আমাদের ন্যাশনাল কীবোর্ড। ন্যাশনাল কীবোর্ডের লে-আউট ৯৫% বিজয়ের সাথে মিল আছে। সামান্য কয়েকটা কী নতুন করে অভ্যাস করা লাগবে এই যা আরকি।

আর বিজয় ইউনিকোড মোডে যুক্তাক্ষর যুক্ত শব্দ লিখতে অনেক সমস্যা হয়, ভেঙ্গে চুরে যায়। ন্যাশনাল কীবোর্ড এই সমস্যা হতে ১০০% মুক্ত। এছাড়া বাড়তি সুবিধা হলো চন্দ্র বিন্দু এবং বিসর্গ- বর্ণ দুটি কোয়ার্টি কীবোর্ডের ইংরেজি ২৬ অক্ষরের মধ্যেই স্থান দেওয়া হয়েছে এই কীবোর্ডে , ফলে টাইপিং এখানে বিজয় অপেক্ষা আরো সহজ। বিজয়ে চন্দ্র বিন্দু, বিসর্গ ও খন্ড ত কে ইংরেজি মূল ২৬ বর্ণের অবস্থান হতে ওপরে স্থান দেওয়া হয়েছে। ন্যাশনাল কীবোর্ডে সরাসরি র-ফলা ও রেফ এবং খন্ড ত লেখার ব্যবস্থা রাখা হয়নি।

র- ফলা লেখার জন্য সংশ্লিষ্ট বর্ণের পর হসন্ত (তথা লিংকার) টাইপ করে র টাইপ করলেই র-ফলা হয়ে যায়। রেফ লেখার জন্য সংশ্লিষ্ট বর্ণের পরে র টাইপ করে হসন্ত টাইপ করলেই রেফ হয়ে যায়। ‌খন্ড ত লেখার জন্য ত লিখে লিংকার হসন্ত টাইপ করলেই হবে। ‌'ও' লেখার জন্য আগে লিংকার হসন্ত টাইপ করতে হবে। বিজয়ের ব, ভ- এর অবস্হান অ, আ দ্বারা প্রতিস্থাপিত করলেই ন্যাশনাল কীবোর্ড শেখা শেষ! আমি বিজয়ে অভ্যস্ত।

ন্যাশনাল কীবোর্ড কোন প্রকার চর্চা না করেও এই ন্যশনাল কীবোর্ড ব্যবহার করে লিখলাম। অবশ্য এম এস ওয়ার্ডে লিখে কপি করতে হলো। কারণ সামুর পেজে এটা কাজ করছেনা। আগ্রহীরা চেষ্টা করে দেখতে পারেন। আর হ্যাঁ অনলাইনে ন্যাশনাল কীবোর্ড ডাউনলোডের কোন লিংক খুজে পেলাম না।

আমার কাছে শাব্দিক নামনো ছিলো, সেখানে জাতীয় কীবোর্ড দেওয়া আছে। সেটা ব্যবহার করে লিখলাম। আমার কাছে ন্যাশনাল কীবোর্ডে লে-আউটের কোন ছবি নেই বলে দিতে পারলাম না। আসুন আমরা ন্যাশনাল কীবোর্ডকে বিজয়ের বিকল্প হিসেবে বেছে নিই।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.