আমাদের কথা খুঁজে নিন

   

হারাম খাওয়া..............তা যেভাবেই হোক........................!!!

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

***কোন ব্যক্তি যদি এক লোকমা হারাম খাবার তার মুখে তুলে নেয় তাহলে চল্লিশ দিন তার দোয়া কবুল হয় না। *** কোন ব্যক্তি যদি হারাম মাল উপার্জন করে তা হতে ব্যয় করে এবং দান-সাদকা করে আল্লাহ তাতে বরকত দান করেন না এবং কবুল ও করেন না। *** যে ব্যক্তি বেপরোয়া ভাবে অর্থ উপার্জন করে আল্লাহ তায়ালা তাকে জাহান্নামের যে কোন দরজা দিয়ে প্রবেশ করাতে পরোয়া করবেন না। *** হারাম উপায়ে উপার্জিত খাদ্য মুখে দেওয়ার চেয়ে মাটি দিয়ে মুখ পুরে দেওয়া উত্তম।

*** কোন ব্যক্তি হারাম মাল দ্বারা হজ্জ করতে গিয়ে লাব্বায়েক বললে ফেরেস্তা তার উত্তরে বলে- তুমি উপস্থিত হওনি, তোমার কোন মঙ্গল নেই, তোমার হজ্জ তোমাকে ফেরত দেওয়া হলো। *** যে ব্যক্তির পেটে হারাম যায় আল্লাহ তা'য়ালা তা নামায কবুল করেন না যতক্ষন না সে আল্লাহর কাছে এ কাজ থেকে তওবা করে। উপরোক্ত হাদিসগুলোর আলোকে আমরা যে শিক্ষা নিতে পারিঃ *** সৎভাবে উপার্জন করে হালাল খেতে হবে আর হারামকে বর্জন করতে হবে। *** যতই কষ্ট হোক না অবৈধ পন্থায় টাকা উপার্জন করা যাবেনা। *** হারাম উপার্জন ও হারাম খাদ্য থেকে সব সময় বিরত থাকতে হবে এবং অপরকে ও উৎসাহিত করতে হবে।

*** হারাম উপার্জন থেকে বিরত থাকার জন্য পরিবারের সদস্য (মা-বাবা-স্ত্রী-পুত্রকে) উপার্জনকারীকে সতর্ক করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.