আমি ব্লগজগতে নতুন, আমি চাই দেশ ও মানুষের সম্পর্কে লিখতে। বলতে চাই মন খুলে, যদি কোন সময় আমি ভুল করি আমাকে ক্ষমা করবেন। আমার জন্যে দোয়া করবেন আমি যাতে আমাদের সম্পর্কে লিখতে পারি, আমার লিখা দিয়ে যাতে মানুষকে পিরিয়ে আনতে পারি সুপথে।
মিথ্যা অভিযোগের ক্ষেত্রে শাস্তির বিধান রেখে দূর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন ২০০৮ এ খসড়া নীতিগতভাবে অনুমোধন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোবার সচিবালয়ে প্রধানমন্ত্রি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমদোন দেওয়া হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। আবুল কালাম আজাদ বলেন, খসড়া আইনে দুদকে কেউ মিথ্যা অভিযোগ দায়ের করলে তাঁর বিরুদ্ধে পাঁচ বছরের জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে।
উপরোক্ত কথা বাক্য গুলো শুনে আমার প্রাণ জুড়িয়ে গেল। বাংলাদেশে সত্যি যদি আইন থাকে তাহলে কেউ কাউকে অযথা মিথ্য মামলা দিয়ে হয়রানি করতে পারতোনা এবং পারবেওনা। সম্মনিত পাঠক, আমি আপনাদের বলতে চাই যে দেশে টাকার বিনিময়ে আইন ও আইনের লোকজন উঠা বসা করে সেখানে আমরা কি পরিমাণ আশা করতে পারি? তাই আপনাদের আমি কিছু বাস্তব দুর্নীতির কথা বলি।
গত ২০০৭ সালে আমাকে ও আমার পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়েছে। আমাদের নামে মামলা দেয়ার পর আমাদের ধরার জন্যে থানায় দেয়া হয় কাড়ি কাড়ি টাকা। আমাদের মামলাতে আমরা ২ বার রায় পাওয়ার পরও তারা বার বার মামলা কোটে তুলে। এক পর্যায় না পেরে আমাকে প্রাণ মারার হুমকি দেয়। একবার আমাকে রাস্তায় পেয়ে দাওয়া করে, আমি থানায় গিয়ে অভিযোগ করলে থানার ওসি আমাকে জিজ্ঞাসা করে এখন তুমি কি করতে চাও? শুণে আমি অবাক।
আর মনে মনে ভাবতে থাকি কার কাছে এলাম ? সে আমাকে জিজ্ঞাসা করে আইনের ব্যাবস্থা নেবে। খুবই দুঃখ জনক, আপনারাই বলুন চোর দিয়ে ঘর পাহারা দেয়া যায়। আজ বাংলাদেশ সরকার এই আইন করে দেশ বাসিকে মিথ্যা শান্তনা দিচ্ছেন। প্রতিদিন খবরের কাগজে নানা অপরাদের খবর দেখি আজ পর্যন্ত সঠিক বিচার হয়েছে এরকম কোন খবর দেখেনি। হবে কি করে যারা আইন তৈরী করে তাঁরাই আইন মানেনা।
আপনারা যাদি আইন এর খোঁজ নিতে চান তাহলে দেখবেন বাংলাদের মানুষের চেয়ে দশগুন বেশী শুধু আইন আছে। যদি এর সঠিক প্রয়োগ থাকতো তাহলে আজ আমাকে দেশান্তরী হতে হতোনা। পাঠক আপনারা হয়তো ভাববেন কেন এমন কিছু ঘটল আপনার জীবনে? আমার অন্যায় শুধু এটুকু, আমি ওর কিছু কু কর্মের সাক্ষী বলে। যাহা আমি গ্রামের লোকজনকে বলে ছিলাম। তাই আমাকে নানা ভাবে হয়রানি করা হয়, না পেরে এখন আমাকে প্রাণে মারার জন্যে তৈরী হয়ে আছে।
দেশের আইন প্রয়োগকারীগরদের আমি বলতে চাই এভাবে আর কত আইন তৈরী করবেন? যে আইন জনগণের কাজে আসেনা। তাই আইন প্রয়োগকারীগরদের বলি আগে সঠিক প্রয়োগ করতে শিখুন। তারপর আইন তৈরী করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।