প্রিয় মা-কে কতবার বলেছি
আমি তোমারই সন্তান ।
অবিশ্বাস্য রকম ভংগি করে বলেছে সে
মিথ্যে কথা ,আমার সন্তান !
ভূমিষ্ঠ হয়নি আজো ।
কান পেতে শোন ঐ
আমার সন্তানের আগমনী সংগীত।
তৃতীয় বিশ্বের কালো ধোয়ায় আচ্ছন্ন
ক্ষত-বিক্ষত রণাঙ্গনে
যে হবে সশস্ত্র সুন্দর ।
চারিদিকের ঘুনে ধরা বেষ্টনি গুলি
ওর বজ্রাঘাতে ভেঙ্গে যাবে ,
একটি একটি করে উপড়ে দেবে
সভ্যতা বিরোধী প্রকল্পগুলি ।
মুষ্টিবদ্ধ হাতে থাকবে শান্তির মশাল
আমার প্রিয় সন্তান,
যে হবে সশস্ত্র সুন্দর।
যার স্পর্শে এ মাটি ফলাবে
খাঁটি সোনার ফসল,
যার কলম হবে হাতিয়ার
আর শুদ্ধ চিন্তা হবে শক্তি
অসত্য অন্যায়ে করবে না আপোষ ।
অতঃপর
সে হবে মেধা আর মননে
খাঁটি এক বাঙ্গালী।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।