আমাদের কথা খুঁজে নিন

   

দৃপ্ত হস্ত করি সশস্ত্র

দৃপ্ত হস্ত করি সশস্ত্র, এই ধরাধামে মোরা বিবস্ত্র, অমানিশা আর অমাবস্যায়, কুহেলিকার দল নাচে তাথৈ তাথৈ। দৃপ্ত হস্ত আজ নিরস্ত্র, মন দূর্ভাবনায় তমসাচ্ছন্ন, নির্বোধ আর অবার্চীনের দল উদোম নৃত্যে করে কোলাহল। দৃপ্ত হস্ত আজ পরাস্ত, মনে জাগে শুধু ভয়ার্ত, পরিবেশ আর পরিস্হিতির শন্কা, বাজে না মনে বিজয়ের ডন্কা। দৃপ্ত হস্ত আজ রক্তাক্ত, চারিদিকে শুধু ক্ষুধার্ত, হায়েনা আর কুকুরের দল, বাজায় মাদুলি তবলা ঢোল। দৃপ্ত হস্ত করি দুর্ধর্ষ, হৃদয়ে নাচন অভ্যুথানের স্পর্ধা, কবে আসিবে বাদলের মেঘ, ঘোর অমানিশার হবে শিরচ্ছেদ। দৃপ্ত হস্ত করি সশস্ত্র, মনে জাগরুক সংকল্পবদ্ধ, বিস্ময়াবিষ্ট বিচ্ছুরন, উঠবে প্রভাত সূর্যকিরণ... .. .।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.