হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...
আন্ত: বিভাগ ফুটবল চলাকালীন সময়ে মাঠে ছাত্রদের উল্লাস-কে বাধা প্রদান করে সেনাবাহিনীর সদস্যরা ছাত্রদের পিটিয়ে আহত করে এবং এক শিক্ষককে লাঞ্ছিত করে। পরবর্তীতে সেনাসদস্যরা ঢাবি মেডিকেল সেন্টারে চিকিৎসা নেয়ার সময় আবার তারা মেডিকেল সেন্টারে ঢুকে মারধর করে। পরে সন্ধার দিকে প্রতিবাদ মুখর ছাত্ররা সেনা ক্যাম্প অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশ বাধাপ্রদান করে এবং সে সময় সংঘর্ষে প্রচুর ছাত্র আহত হয়। বিভিন্ন হলে ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে মিছিল নিয়ে বের হলে সমগ্র ক্যাম্পাস জুড়ে পুলিশ বেধড়ক লাঠচার্জ, টিয়ারগ্যাস, রবার বুলেট নিক্ষেপ করে। রবার বুলেটের আঘাতে একজন ছাত্র গুরুতর আহত হয় এবং তার মারা যাওয়ার কথা শোনা গেলেও নির্ভরযোগ্য কোন প্রমাণ পাওয়া যায় নি - তবে তার অবস্থা আশন্কাজনক ছিল।
পুলিশ সূর্যসেন হলের ভেতরে গিয়ে ছাত্রদের গণহারে মারধর করে। জগন্নাথ হলে প্রো-ভিসি স্যার আ.ফ.ম. ইউসুফ হায়দার স্যার ছাত্র-পুলিশ দ্বন্দ্ব নিরসন করতে গেলে পুলিশ বাহিনী প্রো-ভিসি স্যারকে আঘাত করে এবং তার পি.এস. এর মাথা ফাটিয়ে দেয়। তারা ঢাকা মেডিকেলের সামনে অবস্থানরত শহীদুল্লাহ ও ফজলুল হক হলের ছাত্রদের টিয়ারগ্যাস ও পাথর নিক্ষেপ করে।
সর্বেশষ সংবাদ - ছাত্ররা রাস্তায় ব্যারিকেড দিয়ে হলে ফিরে আসে। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।