কবিতা মনের কথা বলে।
জানিনা কবির হয় কি মরন?
দেহের হয়রে পচঁন,জগত জুড়ে বিরাজ করে
কবির স্মৃতি চারন।
কাব্য কভু মরে নাকো
বাচেঁ চিরকাল,কবি বলে সবার মাঝে বেচেঁ থাকি
হই নাকো আড়াল।
যে জন যত কাটুক মাড়ুক,কবি বেচেঁ থাকে
গল্প রসের রঙ সাজেঁ,সবাই কবি মারে
কবি বলে বেচেঁ আছি আমি, সবার হৃদয় জুড়ে।
দিবানিশি করে খেলা কবি মেলায় দোলা
চন্দ্র সূয্য আলো আধাঁরে মিলায় শুধু মেলা।
যুগ যুগান্তর সকল কবি আজো বেচেঁ আছে
মরন হয়না কভু তাদের সাহিত্য যে পাছে।
রবিন্দ্র থেকে আজকের অমিত কেউ কভু না মরে
নকল জগত ছেড়ে তারা আসল জগত ঘুরে।
পশু পাখির হয়রে মরন কেউ করে না শ্মরন
পন্ডিত সাধক কবির মরন পূনজন্মে বরন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।