আমাদের কথা খুঁজে নিন

   

কষ্ট এবং পূর্ণতা

থাকে শুধু অন্ধকার, দুর্গম পারাবার, মৃত্যুর প্রেম...

আমার এই লেখা সব কষ্ট পুষে রাখা মানুষের জন্য, শুধু এইটুকু জানাতে যে আমিও তাদের একজন । কোন মনুষই কষ্ট ছাড়া বাঁচেনা । সবারই কিছু নিজস্ব কষ্ট আছে, কেউ তা স্বীকার করুক আর নাই করুক । কারও জীবনের দুঃখ, আনন্দ সব কারও না কারও সাথে ভাগ করে নেয়া যায়, কিন্তু এই কষ্টটুকু সম্পূর্ণ নিজস্ব । এটা একটা মানুষের নিজস্বতা ।

এটা কারও সাথে ভাগ করে নেয়া যায় না, কারও কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। আমি কাওকে ভালবাসি মানে আমার আরেকটু কষ্ট আছে। এইটুকু আমার, কেবলই আমার। আর কারও এতে কোন ভাগ নেই। অনেক কিছু সাথেই আমার অনেক দন্দ আছে, কেবল এটুকুর সাথে নেই।

এই কষ্ট আমার শান্তি, আমার শক্তি, আমার সম্পদ , আমার দীর্ঘশ্বাস, আমার সব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.