আমাদের কথা খুঁজে নিন

   

ধ্বংশ বিডিআর ধ্বংশ



গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারী পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহ হয়। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭০ জন নিহত হন। ঘটনার একবছরে পরেও তদন্ত রিপোর্ট জমা দিতে পারেনি সিআডি। এখন আবারো পিছানো হলো তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ। এর মধ্যে বিডিয়ার নাম পরিবর্তন করা হলো।

আরো পরিবর্তন করা হলো নিজস্ব পোষাক। একের পর এক ব্যটেলিয়নের বিচার করা হচ্ছে। এদরকে বিভিন্ন মেয়াদে দেয়া হচেছ সাজা। বিচারের আগেই আটক বিডিয়ারদের মৃত্য ঘটনা ঘটছে হামেসা। এভাবে ধ্বংশ হচ্ছে ঐতিজ্যবাহি সীমান্তের প্রহরী বিডিয়ার।

এখনো পিলখানা হত্যা মামলায় আদালতে বুধবারও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক আগামী ১৯ মে এ প্রতিবেদন জমার তারিখ পুনর্নির্ধারণ করেছেন। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন উপস্থাপন করতে না পারায় তারিখ পুনর্নিধারণ হয়। মামলা নথিপত্রে দেখা গেছে, এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আদালত অন্তত ১০টি তারিখ নির্ধারণ করলেও এখনো প্রতিবেদন জমা হয়নি। মামলায় প্রায় দুই হাজার দুশ ৬৪ জন বিডিআর সদস্য এবং বিডিআর নন এমন ৩৪ জনকে গ্রেপ্তার করা ও গ্রেপ্তার দেখানো হয়।

মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় দুই হাজার দুশ ৪০ জনকে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পাঁচশ ৩৩ জন । বিডিআর আইনে সারা দেশে বিদ্রোহের বিচার কাজ চলছে। জানিনা কবে বিচার কার্য শেষ হবে। কি হবে বাংলাদেশ সীমান্তের।

ধ্বংশ হবে বিডিআর,বিডিআরের প্রতিষ্ঠান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.