আমাদের কথা খুঁজে নিন

   

যারা আওয়ামীলীগ কে ধ্বংশ করে দিল তারাই বেঁচে যাবে আর বাকীরা মরবে!

জ.এ. লিপু

চালবাজ আওয়ামীলীগের প্রায় সব চাল সব ব্যর্থ হয়ে যায় কোন এক অদ্ভুত কারণে। সেটা বিএনপির কারণে হয় না অথবা সুশীলদের কারণে। আওয়ামীলীগের মধ্যেই আবালে ভরা। আওয়ামীলীগের সব চাল ধূলিসাৎ করে দেয় সেই আবাল গুলা। আওয়ামীলীগ বুঝুক আর নাই বুঝুক আওয়ামীলীগের সবচেয়ে বড় ক্ষতি করেছে এ টিম/ছিপি গ্যাং নামের কিছু বিকৃত মনা আবাল ব্লগার।

গত পাঁচ টা বছর তারা অযাচিত ভাবে তারা সরকারের ভাল চাইতে গিয়ে ভয়ানক ভাবে ক্ষতি করেছে। মানুষের মধ্যে এই ধারণা বদ্ধমূল করেছে যে আওয়ামীলীগ মানেই নাস্তিক, আওয়ামীলীগ মানেই অশ্লীল, আওয়ামীলীগ মানেই বেয়াদব, আওয়ামীলীগ মানেই অন্ধ, আওয়ামীলীগ মানেই দেশ বিরোধী ও ভারতের পা চাটা দালাল। আমি আওয়ামীলীগ করি না। আমার আওয়ামীলীগ না করার পিছনে খুব ছোট একটা যুক্তি আছে, সেটা হল যখন মার চেয়ে মাসির দরদ বেশী থাকে তখন মাসির ভূমিকা টা যে ডাইনীর মত হয় তা আর বুঝতে বাকী থাকেনা। বাংলাদেশীদের চেয়ে বাংলাদেশের ভাল চায় বেশী ভারত।

আর তারা আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে চায় যে কোন উপায়ে। আর এই কারণে আমি চাইনা আওয়ামীলীগ ক্ষমতায় আসুক। হিসাব পরিষ্কার। যেটা ভারত চাইবে সেটা আমি চাইব না বা আমরা চাইব না। এটাই যুক্তি।

যখন পতিতা আর একজন সু শিক্ষিত জ্ঞানবান সুশীল যদি একই সুরে কথা বলে তবে আমরা পতিতাকে সুশীল বলতে পারি না বা সুশীলকে পতিতা বলতে পারি না। কিন্তু বাস্তবে কি হচ্ছে। আজ সুশীল দের কথা আওয়মীলীগের বিরুদ্ধে যাবার কারণে এক চেটিয়া বীর মুক্তিযোদ্ধা, বোদ্ধা রাজনীতিবিদ, শিক্ষিত ও সুশীল সমাজকে এই সকল আবাল গুলো রাজাকার বানিয়েছে। অসভ্য ভাষায় তারা তাদের গালাগালি করেছে ব্লগ আর ফেসবুক জুড়ে। হাতে গুনা কয়েকজন এ টিমের সদস্য বাদে সব ছাগু, সব জামাত-হিজবুত, সব ধর্মীয় উগ্রবাদী, সব তালেবান।

আওয়ামীলীগ আর স্বাধীনতার পক্ষে আর রাজাকারের বিরুদ্ধে কথা বলতে গিয়েও এই এ টিমের দৌড়ানী খেয়েছে এমন অনেক লোক আছে। শাহবাগে জয় বাংলার পরে জয় বঙ্গবন্ধু বলার কারণেও মুক্তিযোদ্ধাকেও মঞ্চ থেকে নেমে যেতে হয়েছে এই আবাল গুলোর কারণে। আজ সেই আবাল গুলোকে আওয়ামীলীগ ভিসা কিনে দিয়েছে পালাবার জন্য আর নিজেরা বসে আছে বাংলাদেশে! হায়রে বোকচোদ আওয়ামীলীগ তোরা কি জানিস ওরা তোদের কি ক্ষতি করেছে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.