আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যপ্রাচ্যে শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ, সরকার নাকে সরিষার তৈল দিয়ে ঘুমাচ্ছে কেন???

স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

প্রথমে সামুতে একজনের একটা পোস্ট পড়লাম সৌদি আরবে বাংলাদেশীদের ব্যাপক ধরপাকড় শুরু Click This Link প্রায় সংগে সংগেই প্রথম আলোতে পড়লাম মধ্যপ্রাচ্যে শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ!!! Click This Link ৭০ লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে ৪০ লাখই থাকেন মধ্যপ্রাচ্যে। এর মধ্যে সৌদি আরবে প্রায় ২০ লাখ, সংযুক্ত আরব আমিরাতে ১৪ লাখ, ওমান ও কুয়েতে আড়াই লাখ করে পাঁচ লাখ, বাহরাইনে দেড় লাখ ও কাতারে এক লাখ ২৪ হাজার। একজন সাধারন মানু্যের পক্উপরের পরিসংখ্যানটুকুই যথেস্ট মধ্যপ্রাচ্যে শ্রমবাজার বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপুর্ণ তা বোঝার জন্য। বর্তমান অবস্থা হল : গত ১৫ মাসে কুয়েতে গেছেন মাত্র ২১ জন কর্মী। অথচ মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটিতে গড়ে প্রতিবছর ৩০ থেকে ৪০ হাজার বাংলাদেশি যেতেন।

অথচ বর্তমান সরকারের ১৫ মাসে ওই দেশে গেছেন মাত্র ১৬ হাজার ৯২১ জন বাংলাদেশি কর্মী। একই সময়ে সেখান থেকে ফিরেছেন ৩১ হাজার ৩০৬ জন। এসব পরিসংখ্যান প্রথম আলোর রিপোর্ট থেকে নেয়া। উপরের পরিসংখ্যান অনুযায়ী প্রবাসীদের শতকরা প্রায় ৫৮ ভাগ থাকেন মধ্যপ্রাচ্যে। গত ১৫ মাসে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির হার কমেছে কুয়েতে প্রায় শতভাগ, সৌদির রেজাল্ট আরো খারাপ।

হিসেব করে দেখুন যত জন গেছে তার চেয়ে ১৪৩৮৫ জন বেশি শ্রমিক দেশে ফিরেছে। প্রবাস ফেরত এসব যুবক কি করবে এখন? কি হবে তাদের উপর নির্ভরশীল শত/সহস্র পরিবারের? সরকারের যেখানে পরিবার প্রতি কর্মসংস্থান করার কথা সেখানে উল্টো হাজার হাজার পরিবার আয়ের উৎস হারাচ্ছে। সরকারের কি এখনো বোধদয় হবে না? সরকার কি পররাস্ট্র মন্ত্রনালয় এর পরেও দিপু মনি র মত আনাড়ী দিয়ে চালাবে? জ্ঞানীরা বলেন, ছাগল দিয়ে চাষবাস করা গেলে মানুষ গরু কিনত না। নাকি একই ভাবে কয়েকদিন পর সব বিরোধী দলের ষড়যন্ত্র নামক প্রেসনোট নামক ঘুমপাড়ানী মাসি পিসির গান শুনাবে জনগণকে? সরকার এক্ষুনি পদক্ষেপ না নিলে দেশের লক্ষ লক্ষ প্রবাসী পরিবারের কি অবস্থা হবে তা ভাবলেই গা শিউরে উঠে। সরকারের তরিৎ ও কার্যকরী পদক্ষেপ কামনা করছি তথ্যসুত্র: প্রথম আলো


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.