কবিতা মনের কথা বলে।
আলু নিয়ে মাথা ব্যাথা করো নাকো আর
জেনে রাখো সব কাজে আলু দরকার।
সকালে বিকালে তুমি বেশী খাও আলু
তাই বলে মাথাটা কি হয় আলু থালু ?
আলু ছাড়া সু্স্বাধু হয় নাকো তরকারী
তাই তো বলি ভাই আলু এতো দরকারী।
দেশে খাদ্য ঘাটতি সরকার বলে আলু খাও
আলুর গুদামে যেয়ে আলু খুজে নাই পাও।
বাজারে আলুর দাম বল কেন চড়া?
সবাই আলুর পিছে করছে যে তাড়া।
বসকে তেল মারে এটাও যে আলু
তেলে ভাজা আলুটা খেতে বড় ভালো।
সরকার বলে আলু খাও, বিরোধী বলে না
আলু বলে আমি তো আর পারছি না।
শুন বলি ভাই মোর নাম আলু
আমায় নিয়ে এতো কথা লাগে নাকো ভালো।
অরুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।