সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক/ জোনাকির দেহ হতে— খুঁজেছি তোমারে সেইখানে—/.....
গল্পটা নির্জীব ।
উঠোনে ধান কুড়নো বুনো শালিকটার মতো, শেওলার গায়ে লেগে থাকা ঐ ছোট্ট শেকড় যেভাবে পুরনো দেয়ালের কার্নিশ আঁকড়ে বেঁচে থাকে গল্পটাও বেঁচে ছিল সেভাবে…… বিবর্ণতায়, অবহেলায় কিংবা কখনো ক্লান্তিতে…
গল্প ছিল শিল্পে, সংস্কৃতিতে, চিত্রকলায় অথবা জড়সড় বই এর পাতায়।
ভ্যানগগ থেকে তিতিয়ান, ওয়ার্ডসওআর্থ, বিথোবেন অথবা প্রাণের রবিঠাকুর…
মোমের ডানায় ভর করে ছিল ইকারুস,
স্টারবাকস এর কর চুরি, বার্সাতে লিওলেন মেসি… কখনো জোট সরকারের হরতালে অস্থিতিশীল দেশ… সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক চেতনায় বিদ্ধস্ততার গল্প……
তারপর……
হঠাৎ পড়ন্ত গোধূলি, মেঘ চেঁচিয়ে বৃষ্টি নামে …
ঝমঝম…
ঝমঝম …
ভিজে কাঠের চাল, ঐ চিলেকোঠা, দালানের পোড়া ইট…
দিশেহারা কথারাও ভিজে বৃষ্টিতে, পুরনো গল্প তখন হাতড়ে বেড়ায় প্রসঙ্গ…
বৃষ্টি, গান , কবিতা …… ???
নাহ……অন্যকিছু ……
একচোট নীরবতা ………
তারপর ছন্দপতন।
শরতের নিঃশ্বাসে উড়ে আবার গল্পের ঘুড়ি, খুব ধীরে,
পরম মমতায়…
ভীষণ গভীর মায়ায়…
কখনো মধ্যরাতে, ঘুম ভাঙ্গা মুঠোফোনে, এক টুকরো অবসরে , বাড়ি ফেরা সন্ধ্যা কফির চুমুকে… একা ল্যাপটপে…।
রাজনীতি,শিল্পনিতি,দর্শন তখন বুঝি অস্তাচলে …
কিংবা একরঙ্গা সূর্যটার মতো পুড়ছে হিংসার আগুনে…
তখন ভেজা ঘাসে জোছনা হাঁটে নগ্ন পায়ে, উঁকি দেয় মেঘের বাড়ি…
বৃষ্টি দ্বিপ্রহর জেগে গায় গুনগুন… গুঞ্জরনে…।।
পুরো পৃথিবীটায় যেন তখন পিকাসোর ক্যানভাস……
তারপর
রাতগুলো এক এক করে প্রতিদিন রং ছুঁয়েছে…… এখন চারপাশে বর্ণিল জোনাকির গ্রাম….
একদিন সে আমার হাতের মুঠোই নীল জোনাক গুঁজে বলেছিল, “” আমার সুখের দিনের গল্প হবে???”"
এখনো মুঠোভর্তি জোনাক জ্বলছে……
গল্পটা চলছে……
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।