একা আমি ১৬ই ডিসেম্বর ২০১১ রাত ৮টা। বেশ শীত পড়েছে। ক্যাম্পাসে একে একে আসছে শিশির এবং তার গ্রুপ এর সকলে । তারা ১০ জন। এটা শিশির এর প্রথম টুর তার বন্ধুদের সাথে।
সে খুবই আনন্দিত । তারা আজ কক্সবাজার যাচ্ছে । ৪ দিনের একটা ট্যুর। তার গ্রুপ এর এক এক জন এক এক ক্যাটাগরির মানুষ। তার মধ্যে একটু বেশিই চঞ্চল হল স্নেহা ।
ওর এই চঞ্চলতার জন্যই ওকে সবাই একটু বেশিই পছন্দ করে। কিন্তু সবাই তারা খুব ভাল বন্ধু। শিশির এর সাথে ও ওর সম্পর্ক স্রেফ বন্ধুর মতই। রাত ১০ টায় তারা সবাই কক্সবাজার এর উদ্দেশে রওনা দিল। তারা পৌছালো ভোর বেলা।
তারা সবাই অসম্ভব মজা করল। দেখতে দেখতে ৪ দিন কেটে গেল। ফেরার দিন রাতে স্নেহার কি মনে হল সে শিশিরের সাথে বসবে। বসলো, তারা রাতে গল্প করতে করতে কখন ঘুমিয়ে পরল তারা নিজেরাই জানে না। সকালে যখন ঘুম ভাঙল ততক্ষণ তারা ঢাকা পৌছে গেছে।
ট্যুর এর পর স্নেহার সাথে শিশিরের ফোন এ প্রায়ই কথা হত। এর পর প্রতিদিনই কথা হত। তাঁদের ফরমাল বন্ধুত্বের থেকে তারা কেমন ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল। তারা দুজনেই ছিল একা। তবে স্নেহার মনে হইত একটু বেশিই দুঃখ ছিল।
তার প্রথম প্রেম ভেঙে যাওয়ায় সে একটু বেশী একা হয়ে গিয়েছিল। সে বেশির ভাগ সময় শিশির কে তার কষ্টের কথা বলত। এ দিকে শিশির ছিল একটু ইমোশনাল টাইপের ছেলে। সে ছিল স্নেহাকে একদিন বলল যে আমি তর এই ছন্নছাড়া জীবনকে সাজাতে চেষ্টা করি দেখি পারি কিনা, কিন্তু আমরা কোন সিরিয়াস রিলেসনে যাবনা ঠিক আছে, কারন আমাদের ধর্ম আলাদা। স্নেহা বলল ওকে ঠিক আছে।
এভাবে ওদের সম্পর্ক টা ধিরে ধিরে ঘনিস্ট হতে লাগল। স্নেহার প্রতি ওর যেন কিসের একটা দায়িত্ববোধ চলে আসল। একই ক্লাস এ হবার ফলে তাঁদের প্রায় দেখা হত। মনের অজান্তেই শিশির স্নেহা কে অসম্ভব ভালোবেসে ফেলল। শিশির ভুলে গিয়া ছিল ওর কমিটমেন্ট এর কথা।
ওর তার সাথে কথা না বলে কিছুতেই থাকতে পারত না। ওর জানা ছিল না আসলে ভালবাসা কি । শিশিরের কেন জানি মনে হল স্নেহাও ওকে ভালবেসে ফেলেছে। তাঁদের দুজনেই একে অন্য কে ছাড়া থাকতে পারত না। তবে শিশির ছিল একটু বেশিই দুর্বল।
শিশির চাইত স্নেহা তাকে একটু সময় দিক। কিন্তু তার সাথে স্নেহার ক্যাম্পাসে ছাড়া দেখা হত না। মাঝে মাঝে শিশির ছুটে যেতো স্নেহার কাছে। স্নেহা বুঝত যে শিশির তাকে খুব ভালোবেসে ফেলেছে। স্নেহাও বলত যে তকে ছেঁড়ে থাকাটাই আমার জন্য এখন অসম্ভব।
আমি সব ছাড়তে পরব কিন্তু তকে পারব না। স্নেহার এসব কথায় শিশির আরও বেশী দুর্বল হতে থাকে। শিশির ভুলে গিয়েছিল যে তাঁদের সম্পর্ক টা এক রকম ভিত্তিহীন। আসলে ভালবাসায় ধর্ম জাত বলে কিছু নাই। ভালবাসা হল একটা স্বর্গীয় অনুভূতি ।
যেখানে ধর্ম বংশ এ কথা গুলো ভিত্তিহীন। কিন্তু শিশির জানত না তার জীবনে সে কি ভয়াবহ বাস্তবতার মুখমুখি হতে যাচ্ছে................ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।