আমাদের কথা খুঁজে নিন

   

কলরব



ট্রাকের মিছিলে এইখানে এই সভ্যতায় এখনো নিয়ন জ্বলে অলি-গলি আলো করে একই আশায় ভালোবাসা ভুল করে কোনোদিন যদি যায় একদিনও এই রাস্তায়। বিমল কান্তি- আমার কালো বন্ধুটি এখনো রুপ চর্চা করে একই আশায় ভালোবাসা ভুল করে কড়া নাড়ে যদি একদিনও তার দরোজায়। গলির মোড়ের কসমেটিক্সের দোকানটাতে প্রতিদিন উঁকি-ঝুঁকি দিতো একটি বখাটে। রুটিন মাফিক পাশের ঐ গার্লস কলেজের টিফিনের ঘন্টায় বুক বাঁধতো সে বিরাট আশায় ভালোবাসা যদি একটি বারও মুখ ফিরে চায়। এনজিও'র বয়স পেরোনো মেয়েটি ব্যাগ হাতে নিয়মিত ফিরে ঘরে এসে সাজু-গুজু করে সন্তর্পণে খেয়াল ও করে- গালের ছোট্ট তিলকটা অযত্নে বড় হয়ে গেলো কিনা! আকাশের পানে গলে যাওয়া কষ্ট নিয়ে সেও থাকায় ভালোবাসা ষোলো বছরের মতো আবার যদি ডাক দিয়ে যায় হোক না এর চেয়ে আরও অবেলায়! আমিও তো রাত্রি জাগি রাতা জেগে কাব্য লিখি সিঁড়ির রেলিং বেয়ে তারা দেখি চাঁদ দেখি পূর্ণিমায় এবং এই ঊনচল্লিশে দাড়িয়েও ভীমরতীর মতো দিবা-স্বপ্ন দেখি একই আশায় ভালোবাসা এই বুঝি হেঁটে হেঁটে যায়। বিনিয়ামিন ২০ এপ্রিল ২০১০ সাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।