আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগ কি গার্মেন্টস শিল্প ধ্বংশ করতে চায়?

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

বিএনপি জোট সরকারের আমলে আওয়ামী লীগের সরকার বিরোধী আন্দোলনের যে কয়টি পদ্ধতি দেখা গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রমিক অসন্তোষ উস্কে দেয়া। ঐ সময়ে গার্মেন্টস শিল্প কারখানাগুলোতে যতবারই শ্রমিক অসন্তোষের নামে শিল্প প্রতিষ্ঠান জ্বালাও-পোড়াও করা হয়েছে, তার প্রত্যেকটাতেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার পেছনে আওয়ামী নেতাদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে। যারা আসলে শ্রমিক নয় তাদেরকে দিয়ে সেই অরাজক পরিস্থিতি তৈরী করে পেছনের খলনায়করা বাংলাদেশের গার্মেন্টস শিল্পসহ সকল শিল্পের সুনাম ক্ষুন্ন করেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিদ্যুতের সংকট শুরু হয়েছে, সেই সাথে গ্যাস আর পানিরও। সেই সংকট মোকাবিলার কোন লক্ষ্ণনই দেখা যাচ্ছে সরকারের পক্ষ থেকে, বরং সরকার পক্ষ যেন বেশিই নিরবতা প্রদর্শন করছে এ ব্যপারে। মূলত তারা গত কয়েকমাসে বিদ্যুত ও গ্যাসের কৃত্রিম সংকট তৈরী তাদের পুরোন বাসনাটার বাস্তবায়নের জন্যে উঠে পড়ে লেগেছে। তার সাথে সাথে ভারত থেকে সুতা আমদানীর পথ চালু করে দিয়ে এদেশের সুতা তৈরী শিল্পকেও পংগু করে দিতে চাচ্ছে। তারা চায় এদেশের শিল্পখাত সম্পুর্নরূপে ধ্বংশ হয়ে যাক। আর এটি নিশ্চয়ই তাদের কোন বিদেশী প্রভূর খুশির জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.