ক’দিন আগে একটা পোস্ট দেখেছিলাম ব্লগে ইন্জিনীয়ার কারা সে বিষয়ে। অনেকেই দেখলাম বিভিন্ন ডিসিপ্লিনের প্রকৌশলী। কেউ দেশেই আছেন, কেউবা প্রবাসী।
তাই জানতে ইচ্ছে হচ্ছে এখানে আর্কিটেক্ট ব্লগার কারা? সংখ্যায় যদিও প্রকৌশলীদের চেয়ে নগণ্য হবেন তবুও যদি স্থপতি কারো চোখে এই পোস্ট পড়ে তবে জানালে খুশী হবো।
ধন্যবাদ
(আপডেট অগাস্ট ৯, ২০১১)
এখন পর্যন্ত মাত্র ৭ জন ব্লগার পাওয়া গিয়েছে যারা স্থপতি:
১. রিতুন ক্লিস (বুয়েট)
২. সব্যসাচী ( বুয়েট)
৩. দি রেইনবো মেকার [বুয়েট]
৪. আহাদিল (বুয়েট)
৫. নষ্ট কবি (আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়)
৬. হ্যামিলনের বাঁশিওয়ালা (ব্র্যাক বিশ্ববিদ্যালয়)
৭. নিজের কথা: সালাহউদ্দীন আহমদ (বুয়েট)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।