অচেনাকে চেনার আর অজানাকে জানার এক দুর্নিবার চেষ্টায় ছুটে চলেছি জীবন পথে......।
ব্লগার হিসেবে আমি বলতে গেলে নতুন না। ব্লগস্পটে আমার ব্লগটির বয়স প্রায় ২। তবে নিয়মিতভাবে অনিয়মিত হয়েছি, তাও বছর হল। আলসেমিই বলতে গেলে প্রধান কারন।
ওখানেই পরিচয় কিছু বাংলা ব্লগারের সাথে। ওদের বাংলা ব্লগ পড়তে গিয়ে ভাল লেগে গিয়েছিল এই সামহোয়্যার। তখনও ভাবিনি কখনও এখানে একটা আবাস গড়ব।
ভিসিট করতাম মাঝেমাঝেই। তাও অনিয়মিত।
জানতাম এখানে একটা বড় ক্ষেত্র তৈরী হয়েছে, একটু যারা অন্যরকম-তাদের জন্য।
বাংলাদেশে থাকি বলেই, দেশের চিন্তা আমি খুব কমই করি। দেশের জন্য কিছু করার ভাবনা, দেশকে ভালবেসে এর বহিঃপ্রকাশ করা, এসব চিন্তা, আমার মতে, যারা দেশের বাইরে থাকেন, তাদের মধ্যে বেশি দেখা যায়।
তাই কখনও ভাবিনি আমিও লিখব এই সাইটে -যেখানে দেশীদের মিলন ঘটে। যারা বিদেশের মাটিতে আছেন, তারাও যেখানে ঢুকে দেশকে একটু হলেও খুঁজে পান।
তবে দেশেই ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু ঘটনা আমাকে, মানে আমাদের মত অনেক নির্ভাবুক (শব্দটি এইমাত্র আবিষ্কার করলাম)কে ভাবিয়ে তুলেছে।
আমরাও ভাবছি, এখন আর চুপ করে থাকার সময় নেই। নিজের ভাব যদি কিছু থেকেই থাকে, তা প্রকাশ করাই মানুষের কাজ হবে।
এই ভাবনা থেকেই এখানে আমার পদার্পণ।
অনেকের লেখা পড়লাম প্রথম দিনে।
অনেকে এতো ভাল লেখেন- পড়ে আমারই লিখতে ভয় করছিল। মনে হচ্ছিল, আমার উচিত ক খ থেকে বাংলা শিখা।
তারপরও কিভাবে যেন লিখেই ফেললাম..........।
.........
তবে এই হোক শুরু, পথচলা।
ফ্রম নোহোয়্যার টু - সামহোয়্যার - হোপফুলী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।