আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়াতে যত অমুসলিম আছে সবাই কি কাফের?

অমুসলিমেরা সবাই কি কাফের? কোরআনে বহু জায়গায় এই শব্দ ব্যবহার করা হয়েছে।একটা পুরো সূরাও নাজিল করা হয়েছে কাফেরদের নিয়ে। সূরা কাফেরুন এ কাফেরদের উদ্দেশ্যে বলা আছে 'ও নবী আপনি বলেন, তোমার দ্বীন (ধর্ম) তোমার কাছে, আমার দ্বীন আমার আছে।' এখন ধরেন আমি এক অমুসলিমকে সরাসরি বললাম তুইতো একটা কাফের। এটা কি আমার বলা ঠিক হবে? কারন বুখারী হাদীসে আছে কেউ যদি কাফের শব্দ যার তার উপর ব্যবহার করে তবে যে এই কাফের শব্দটি বললো সে নিজে কাফের হবে। তাই এই শব্দ ব্যবহারের আগে খুব সাবধান থাকতে নির্দেশ দিয়েছেন নবী (সাঃ)। আমি যতটা বুঝি সেটা হলো হিন্দু, বৌদ্ধ ও আরব প্যাগানেরা হচ্ছে মুশরিক ইহুদী, খ্রিষ্টান ও সাবিয়ানরা হচ্ছে আহলে কিতাব ইসলাম ত্যাগকারী হচ্ছে মুরতাদ এখন কাফের কারা? বিধর্মী সবাই কি কাফের? দুনিয়াতে ৭০০ কোটি জনসংখ্যার মধ্যে ৫৫০ কোটি মানুষ কাফের যদি গনহারে সব অমুসলিমকে কাফের বলা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.