এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!! ছোট সময় একবার ক্রিকেটে ডিভিশনাল টিমে চান্স পাইছিলাম। বাপে কইল এইসব বাদ দিয়া পড়াশোনা কর। পড়াশোনা ছাড়া এই দুনিয়াতে আর কোনো কিছুতেই ভাত নাই।
একবার ফুটবল টিমে গোলকিপারের দায়িত্ব পাইলাম। বাপে কইল এইসব বাদ দিয়া পড়াশোনা কর।
পড়াশোনা ছাড়া এই দুনিয়াতে আর কোনো কিছুতেই ভাত নাই।
একটা চরম ব্যবসায়ীক বুদ্ধি আইছিল ক্লাশ নাইনে থাকে। বাপে কইল এইসব বাদ দিয়া পড়াশোনা কর। পড়াশোনা ছাড়া এই দুনিয়াতে আর কোনো কিছুতেই ভাত নাই।
এখন সামনে সাকিব আল হাসান'রে দেখি, লিওনেল মেসি'রে দেখি, আর ও অনেকরে দেখি।
তারা পোলাও খায়, রোষ্ট খায়, পিজ্জা খায়, আরো কত কি খায়। ভাত খাওয়ার টাইম নাই তাদের। খাইলেও শখে খায়।
আর আমার মত যারা লেখাপড়া করছে তাদের ও দেখি। ছাপোষা চাকরি কইরা তাদের কপালে খালি ভাতই জুটে।
বাকি সব স্বপ্ন।
বাপে আসলে ঠিকই কইছিল। এই দুনিয়াতে পড়াশোনা ছাড়া আসলেই আর কোনো কিছুতেই ভাত নাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।