কি উওর দিব তাদের । বউ বলছে শোন এবার তুমি যদি আমাকে না নেও পহেলা বৈশাখে আগেই জানাও তাহলে আমি বাবার বাড়িতে ঘুরতে যাবো । মা বলল শোন এবার পহেলা বৈশাখে বাড়িতে আসবি বৌমাকে নিয়ে । আমি তো পারবো না তাদের দুজনের কথা রাখতে । চাকরি করি প্রাইভেট কোম্পানিতে সরকারি ছুটি পাবোনা পহেলা বৈশাখে সত্তি খুব খারাপ লাগছে অফিসে আমার ডিভিশনে সবাই ছুটি নিছ্ছে তাই আমার হয়তো হবে না ছুটি নেওয়া ।
আবার ডিভিশন আমার এইচ আর । এমন অফিস যদি পারতাম ছাড়তে । কবে হবে মুক্তি আমাদের এ রকম বৃটিশ অত্যাচার আমাদের যদি থাকত কেউ এর সমাধান দাতা । । ।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।