মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না।
পৃথিবীতে শ্রুতি মধুর ভাষার দিক থেকে বাংলার অবস্থান ২য়। কথাটা যেদিন প্রথম শুনি মনটা আনন্দে নেচে উঠে।
ভাল করে খেয়াল করতে লাগলাম দুনিয়ার অন্যান্য ভাষা।
আসলেই বাংলার তুলনা নেই। না, বাংলা আমার মাতৃভাষা বলে বলছি না। কুরিয়াতে যখন ওদের ভাষা শুনি, যখন ভিয়েত্নামের কথা শুনি, যখন চাইনিজদের কথা কানে আসে, যখন জাপালিজ বলে কেঊ বা কেঊ হিন্দির বাহার দেয় কোন ইন্ডিয়ান বা শীলঙ্কান কেঊ যখন ওদের ভাষা বলে তখন আসলেই বুঝি বাংলা কত শ্রুতি মধুর।
হংকং থেকে বিমানে উঠেছি---গন্তব্য ঢাকা। প্রথমে চিয়নিজ, তারপর ইংলিশ ঘোষনা দেবার পর বাংলা যখন এল কি যে ভাল লাগছিল শুনতে।
আবার বলছি বাংলা আমার ভাষা বলে নয়। অন্য ভাষার সাথে তুলনায় অনেক এগিয়ে বাংলা। কতভাবে ব্যবহার করা যায়। যেমন---আমি মাছ খাই, খাই আমি মাছ, মাছ আমি খাই----এর সবগুলোই কিন্তু ঠিক। অন্য কোন ভাষা এমন কিনা জানি না।
শুনিনিও আগে। ভাষা নিয়ে আন্দোলন এর কথা নাইবা বললাম।
আর এখন আমাদের ভাষার ঊপর চলছে অত্যাচার। এই আতি চমতকার বাংলা ভাষাকে একেবারেই সাধারন মানে নিয়ে সস্তা জনপ্রিয়তা পেতে চাইছেন কেউ কেউ। তারা সফলও।
হা বলছি তাদের কথাই। ফারুকি সাহেবদের কথা। তার সাথে আরও কজন। তাদের নাটকে বাংলা শুনলে কে বলবে শ্রুতি মধুর ভাষা এটি। বলবে ঝগরা করছে এটা কি ্কোন ভাষা হতে পারে? ব্যক্তিগত ভাবে আমি এর তীব্র বিরোধিতা করি।
আমদের শ্রুতিমধুর ভাষাটাকে বাঁচিয়ে রাখতে পারি আমরাই। আসুন আমরা বর্তমান প্রজন্ম বাংলার সফল ব্যবহার্র নিশ্চিত করি। যেন ভবিষ্যত প্রজন্ম গরব করে বলতে পারে আমি বাংলার গান গাই, বাংলায় গান গাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।