পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
প্রধানমন্ত্রী আসুন ব্লগে কথা বলি, আসুন কৃচ্ছতা সাধন করি।
Click This Link
ধন্যবাদ মডারেটরদের পোস্টটি স্টিকি করার জন্য। এই পোস্ট টি নিয়ে আমারও কিছু স্বপ্ন আছে, আছে কিছু বিশ্লেশন, যা আপনাদের সামনে তুলে ধরতে চাই ও কিছু দাবি করতে চাই সমস্ত ব্লগার ভাই ও বোনদের নিকট। আশাকরি যথষ্ট সাড়া পাবো।
আপাতত জাতীর বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে তার দ্রুত সমাধানের পথ হিসেবে " প্রধানমন্ত্রী আসুন ব্লগে কথা বলি, আসুন কৃচ্ছতা সাধন করি।
Click This Link " এই পোষ্টের দেয়া পরিকল্পনার কোন বিকল্প নাই। কারণ এখানে কোন বিরোধিতার কথা নাই বরং আছে সমাধানের স্বপ্ন মাখা চিৎকার।
তাই আমি সমস্ত ব্লগার ভাই ও বোনদের নিকট আবেদন করব উপরোক্ত পোষ্টটি নিম্নিক্ত ইমেইল গুলোতে পাঠিয়ে দিন, বিভিন্ন জায়গা থেকে থেকে যথেষ্ঠ পরিমান ইমেইল গেলে হয়তো প্রধান মন্ত্রীর একটু হলেও নজড়ে পরবে।
প্রধান মন্ত্রীর নজড় কারতে সক্ষম না হলেও অন্তত পক্ষে আমরা পত্রিকা ওয়ালাদের নজড় কারতে সক্ষম হবো।
তাতেও হয়তো আমরা প্রধান মন্ত্রীর নজড় কারতে সক্ষম হবো।
==============================
আমার দ্বিতীয় প্রস্তাব।
-------------------------
দুলিতেছে তরি ফুলিতেছে জল
ভুলিতেছে মাঝি পথ
ছিরিয়াছে পাল কে ধরিবে হাল
আছে কার হিম্মত??
নজরুলের উপরের কবিতাটি বুঝার ও মানার মোক্ষম সময় এসেছে আমাদের।
আমাদের সরকার আমাদের জন্যে অনেক কিছু করার চেষ্টা করছেন, কিন্তু পেরে উঠছেন না। কিন্তু তিনি সেটা বুঝতেও চাচ্ছেন না।
তিনি বুঝতে পারেন আর নাই পারেন আমাদের চামড়ার শরীর তা আর মানতে নারাজ। কারণ বিষয়টি এখন আর পিলিটিকাল বা মানষিক অবস্থার মধ্যে সিমাবদ্ধ নেই, বিষয়টা এখন শারীরিক পর্যায় চলে এসেছে। জেলখানার বাহিরের সাধারণ মানুষগোলো যেখানে জেলখানার সাস্তি ভোগ করছেন সেখানে ভিতরের লোকদের খবর নেয়ার কি কেও আছে?? ডিজিটাল সুযোগ সুবিধার কথা মুখে বলে দেশে একরকম দূর্বিক্ষ চালিয়ে দেয়া হচ্ছে। স্বাভাবিক ভাবে যেখানে ১২ ঘন্টা বিদ্যুত থাকে না, সেখানে পানির অবস্থা যে কি হবে সেটা মাথা না খাটালেও বুঝা যায়। বিদ্যুত না থাকলে চিকিৎসা সেবা কি আর স্বাভাবিক থাকে?? ট্রাফিক জ্যাম যেখানে জীবনকেই থামিয়ে দেয় সেখানে ট্রাফিক বা গাড়িরই কি দরকার?? জাতি এখন ডিজিটাল জিবন চায় না, চায় একটু নিরাপত্তার সাথে অতি স্বভাবিক জিবন।
আজ দীর্ঘদিন হয়ে গেলও বিদ্যুত সমস্যার কোন সমাধানের আশা দেখা যাচ্ছে না। তাই আমি প্রধান মন্ত্রিকে সম্বোধন করে বলছি, বিদ্যুতের সমস্যার কারণে চিকিৎসাহীন হয়ে যদি আর একজনও মানুষ মারা যায়, সেটার দায় আপনারই নিতে হবে।
কিছুদিন ধরে ছাত্র কোন্দল একটু কম শোনাগেলেও বখাটে ছেলেদের উৎপাত বেরে গেছে ব্যঙের ছাতার মতো। যখন কোন বখাটে ছেলের উৎপাত কোন মেয়ের সাথে ১০০% পৌছায় তখনই সেটা মানুষের নজড়ে আসে এবং সেটা নিয়ে একটু আলোচনা হয়, কিন্তু ৮০%, ৯০% পর্যন্ত উৎপাতের কোন বিচারই নাই। কি লজ্জার কথা আমাদের জাতির !!!
ছাত্র-ছাত্রি রাজনিতি যে দেশের জন্য কতটা বিপদজনক তা আমরা বুঝে গেছি হারে হারে।
রাজনিতিবীদদের ৫২র ভাষা আনদোলনের ছাত্ররাজনিতির পক্ষে দেয়া মুখস্ত যুক্তি এখন আর কার্যকর নাই। তাই ছাত্র রাজনিতিতে আনতে হবে কিছু বাধ্য বাধকতা।
বাজার মুল্যের সাথে আমার শিক্ষিত পিতার আয় ও ব্যায়ের হিসেব মিলাতে না পেড়ে লেখাপড়া ছেড়েদিতে চেয়েছিলাম অনেক আগেই। কিন্তু শিক্ষিত পিতার দাবি ছেলেকেও শিক্ষিত হতে হবে। আজকাল বাজার মুল্য গ্যাসের আগুনের চেয়েও গড়ম হয়ে গেছে।
উপরোক্ত বিষয় গুলি সহ আরো অসঙ্খ বিষয় আছে যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আলোচনা করতে চাই।
মাননীয় প্রধানমন্ত্রি, আপনি আমাদের অবিভাবক হিসেবে আপনার কাছে আকুল আবেদন করছি, দেশের সার্বিক বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার বুদ্বিজিবীদের সাথে আলোচনা করলে আপনি কখনো সমাধান করতে পারবেন না, কারণ তারা তাদের স্বার্থের দিকেই বেশি খেয়াল করে, তাই আপনি বর্তমান তরুনদের সাথে সাথে বিভিন্নপেশার লোকদের নিয়ে একটি লাইভ টেলিভিষন প্রশ্নত্তোর ও আলোচনা পর্বের ব্যবাষ্থা করেন। এতে আপনার রাজনৈতিক ভাবমুর্তি যেমন উচ্চে উঠবে তেমনি দেশের মানুষের ভাগ্যেরও পরিবর্তন হবে বলেই আমদের বিশ্বাস। আর তা না হলে দেশের মানুষের বর্তমান পরিস্থিতির জন্য তরুন সমাজ আপনাকেই দায়ী করবে, এবং আপনাকে কখনো ক্ষমা করবে না।
অতএব, মাননীয় প্রধানমন্ত্রি আসুন দেশের বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে সমস্ত বাকবিতন্ডার উর্ধেগিয়ে আমরা সরাসরি আলোচনা করি।
আমার চিৎকারে সাড়া দিবেন বলেই বিশ্বাস করি।
ইতি,
বিদ্যুত, পানি, বখাটে যুবক ও বাজার মুল্যের চাপায় পরা লক্ষ লক্ষ সাধারণ পিতা মাতা ও ভাই বোনদের আর্তনাদে পাশে থাকার অন্গিকার বদ্ধ এক বাঙালী।
================
প্রধান মন্ত্রির ব্যাক্তিগত ইমেইল:
প্রধান মন্ত্রির অফিসিয়াল ইমেইল:
সংবাদ মাধ্যম:
১) প্রথম আলো:
২) আমারদেশ:
৩) নয়াদিগন্ত।
৪) যায়যায়দিন:
News :
Reporting :
৫) ইনকিলাব:
৬)সমকাল:
৭) আমাদের সময়:
৮) ডেইলিষ্টার:
৯) দ্যা ইনডিপেনডেন্স।
(News),
৮) বাংলাদেশ সংবাদ সংস্থা: (বাসস)।
News - , ,
================================
আসুন সবাই মিলে একটা পরিবর্তনের বিপ্লব গড়ে তুলি। আমাদের ছোট্ট প্রয়াস হয়তো নিয়ে আসতে পারে অনেক বড় সমাধান। মনে রাখতে হবে ছোট্ট ছোট্ট বালুকনাই কিন্তু একসময় পিড়ামিড বা চিনের প্রাচীড় গড়ে তুলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।