শাফিক আফতাব------- তোকে ওরা তাড়া করেছিলো, দেখতে সুশ্রী এই ছিলো তোর অপরাধ অকালে বাবা হারা মেয়ে তুই, শুভাকাঙ্ক্ষিদের আদরে ভুলেছিলি বাবাকে বিশেষ দিবসে কত উপহার, উৎসবে কত আয়েজন, কত ভালোবাসা অগাধ কুকুরের মতো ঘুরঘুর করলো তোদের বাড়ির চারপাশে, কতকথা বললো মাকে। তুই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর কাছে হেরে গেলি শুধু কঙ্কাল নিয়ে কিছুদিন বেঁচে থাকলি আরোগ্য লাভের আশায় ওরা তখন তোর জন্য আর নিয়ে আসেনা উপহার আর ফলের ডালি কুকুর আর মাছিরা পালিয়েছে, তোর রূপ শ্রী নেই বলে প্রেমের সুধায়। অভিশাপ দে, কববের গভীর থেকে যে সতী মায়ের পুত তোকে তোর ফুলের জীবনকে তছনছ করে দিয়েছে পৃথিবীতেই খেয়ে বাচেঁ যেন মানুষে মল আর মুত তার মাবোনস্ত্রী ধর্ষিত হয় যেন, সে যেন পরিণতহয় নুপুংশক পুরুষে। তোর জীবনকে নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের হোক দোযখের আযাব অজাত জারজের জন্য দে অভিশাপ দে অভিশাপ। ২৩.০৫.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।