আমাদের কথা খুঁজে নিন

   

বিপরীতে সমূহ গরল

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

বিপরীতে সমূহ গরল -আবু মকসুদ সুন্দর সকালের প্রত্যাশায় বসে থাকি অন্তহীন রাতে ইঁদুরের দাঁত কাটে একটি পতাকা আর সরীসৃপের লেজ প্যাচায় সুক্ষ্ণ সুতীর পাঞ্জাবির জমিন শাখা প্রশাখায় তাদের বিস্তার পুরোহিত মন্ত্রে, তারা দেখায় সঙ্গম সুখের রঙিন ছবি গোলাপির শাড়ির আঁচলে হাসে মন্বন্তর, হন্তারক চোখে মানচিত্র বদলাবার বাসনা ! তারা দফায় দফায় উল্লাস করে আমাদের কতিপয় কবিকূল সংকীর্ণ পৃথিবীর ছায়ায় বসে রপ্ত করে জীবনের ব্যর্থ নীতিবাক্যাবলী। সামান্য মূলা খেতে এ সব তস্কর প্রজাতি প্রতিদিন ছোট হতে হতে... হয়ে যায় সারমেয় সম এভাবেই মানবতার পতন হয় দলস্বার্থমুখী ধ্বংসাগারে। বাজপাখিগুলো যখন রচনা করছে হাড়ের নরক তাদের হাতগুলো আর পাগুলো ঘুরে বেড়াচ্ছে অহরহ প্রজাপতিসন্ধানে, ঈগলের ডানার ক্ষ্রীপ্ততায় ছড়াচ্ছে সমূহ গরল, তখন কৃত্রিম খনিজের লোভে পুড়ছে যাবতীয় প্রতিভা ও প্রজ্ঞা তাদের লকলকে জিবে সাপের বিষ, আর তাই শুধু দন্ত নয় মাথা কর্তন প্রয়োজন জিরিয়ে নিয়ে বিকেলের রোদে, পুনর্বার দাঁড়াবার সারিতে মানুষ, শিশু, নারী, বৃক্ষ ও পাখি মুগ্ধমঙ্গলের ভোরে দিয়ে যায় শপথের ডাক ঋতুখানি দূরে নয়, চাইলেই ফেরানো যাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।