তোমার সাথে আমার হয়না সাক্ষাৎ; পৃথিবীর সতেজ ভোর, নবীন সূর্যকিরণ। তবু জানি প্রতিদিন, জানালার ফাঁক গলে তোমার পেলব আদর ছুঁয়ে যায় নিদ্রামগ্ন আমার ঠোঁট-চোখের পাতা; সেই লৌহ-হৃদয় রূপসীর গাঢ় চুম্বনের মতো। যেন শিউলী সুবাসের মতো কাছে টানে প্রবল তৃষ্ণায়, কাছে থাকে না; ভোর হলে ফেলে যায় জটিল সমীকরণ, সমাধানহীন। তবু আমি পথ খুঁজি পথে পথে, ধুলোয় মলিন বকুল বুকে তুলে নেই; ব্যস্ত এভিনিউয়ে দাঁড়িয়ে কালো ধোঁয়া শুঁকে বলি-প্রাপ্তির মাঝে কোন মধুরতা নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।