আমাদের কথা খুঁজে নিন

   

আমার বিপরীতে আমি

ভাঙা স্বপ্নে কান্নার রং মেশিয়ে আমার সৃষ্টি

হঠাৎ চোখ মেলে দেখি স্তব্ধ নিরবতার হাহাকার শুন্য ঘর টা যেন বলছে আমায় আর কতো অন্ধকার, জানালা দিয়ে তাকিয়ে দেখি রাত প্রায় ঘুমিয়ে পরেছে তাই এটাই মোর শেষ আকুতি সূর্য ওঠার আগে। চলে যাওয়ে মানেই কোনো ব্যর্থ গল্প নয় সকল জয়ের আড়ালে ধ্বংসের করুনতা রয়, জেনে নিবো আমার সবি ছিল সেই ধ্বংসস্তুপ ব্যর্থতার ফলেই মোর মাথায় গ্লানির মুকুট। স্মৃতির চাদড়ে জন্মগত গ্রহণ শনির প্রভাবে লুকানো চাদেঁর আলো, পাই না খুজে আপন স্বত্বা নিত্য বৃথা চেষ্টায় ক্লান্ত নিথর দেহ। মিথ্যার গহীন অরণ্যে তার অবাধ প্রতিফলন, মিথ্যার মুখোশের আড়ালে সে খুব প্রিয় আপনজন। মনের মাঝে বেজে ওঠে ভাঙা বেহুলার সুর স্রোতে ভেসে যাবে বলে নদীরাও ব্যকুল, আমিও ভেসে যাবো সঙে নিয়ে অনন্তের অতল গ্লানি কারন তার পৃথিবীতে আজো আমার বিপরীতে আমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।