পারিবার পরিকল্পনার পিঠে' সমূলে ছুরি মেরে হত্যা করল নিরাহারী! কি আর করবে? যে দ্বারে কড়া না নেড়েই ফিরে যায়' রিক্ত হস্তে! কলাগাছ কাটতেও তো দুহাত লাগে! আর সে তো নিঃস্ব হাত! বিপ্রতীপ বিপরীতে থাকে, যে চাইতে পারে না' সে কি আর মার দুধ পাবে? আরে তার তো জবান নেই! আর যার হাতে যেমন অনেক আছে' তার হাতে অনেক কিছুই জমা পরে! আরে কোথায় আর পালাবে? কিছু তো ফেরত আসবেই! নিরাহারী দেখেছে সব' বুঝেছে সবই; কিছুই বলতে পারে নি, কারন আর কি ... আর যার আছে সে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে.. কামিয়ে.. আখের গুছিয়ে নিচ্ছে! নিরাহারী দেখেছে সব' বুঝেছে সবই; কিছুই বলতে পারে নি, কারন ... এভাবেই তারা অসম্ভবতায় বেচে থাকে' আর কোন এক নিরাহারী পারিবার পরিকল্পনার পিঠে' সমূলে ছুরি মেরে হত্যা করে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।