পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম
দেখেছো,, আজকের আকাশটা,
একে বারে সাদা
মনে হচ্ছে কোনো শিল্পি যত্ন করে
আঁকতে গিয়ে ভুল করে আকাশের বেদনার রং দেয়নি
বা হয়তো ইচ্ছে করেই যত্ন করে নীল টা কে আগলে রেখেছে
কিন্ত তুমি তো জানো আকাশের সুন্দর্য তার বেদনায়
আর তাই বোঝি আকাশ ছলছল ছোখে তাকিয়ে আছে
অভিমানি আকাশ আজ সারাদিন
একবার ও হাসেনি,
জানো দূরে একটি পাখি
বারবার আকাশ দেখছে,
অনেক্ষন হলো আমি বসে আছি
জানালার পাশে
দূরের আকাশ দেখতে দেখতে
কখন যে আমার মনটা
তার অভিমানি মুখ দেখে
অচেনা এক কষ্টে ভরে গেল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।