আমাদের কথা খুঁজে নিন

   

আবারো সৌদি আরবে এটি এন বাংলা

স্বাগতম

বিড়ি সিগারেটের বিজ্ঞাপনের চ্যালেল ছিল এটি এন বাংলা। ৯৭-৯৮ সালে মধ্যপ্রাচ্যে হিন্দি চ্যানেলের সঙ্গে পাল্লা দিয়ে চলতো এই চ্যানেলটি। তারপর হঠাৎ করেই বিড়ি সিগারেটের বদবু ঝেড়ে ফেলে সামাজিক চ্যালেলের খাতায় নাম লেখালেন। ডাকসাইটে সব লোকজনকে চাকুরী দিলেন। আর পে চ্যানেলের ঘোষনা দিয়ে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান-ইউরোপিয়ানদের দিকে এটি এনকে নিয়ে ছুটলেন।

তাতে কি আমরা যারা এদেশে আছি তারা ফ্রিতে কমকরেও ১৬টি বাংলা চ্যানেল (কলকাতাসহ) দেখে থাকি। কাজেই আমাদের কোন মাথা ব্যাথা ছিলনা। হয়তোবা মাথা ব্যাথা ছিল ঐ মাহফুজেরই। বিড়ির বিজ্ঞাপন বাদ দিলেও গুড়া মসলার চাহিদা এখানে হেব্বি। এই ব্যবসা ছেরে তিন বছরে তিনি কি না হারালেন!তাই আবারো তিনি আমাদের এই অর্ধশিক্ষিত প্রবাসীদের মাঝে চ্যানেলটিকে ফিরিয়ে এনেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।