তারে আমি অনেকদিন দেখিনি । সে আমার কে ছিলো? আমরা একসঙ্গে আলু পোড়া খেতে খেতে একথাই সেদিন আলোচনা করেছিলাম । কে জানতো সে ব্লাড ক্যান্সারের মতো রোগে পড়েছে ... ধীরে ধীরে আমাদের চোখের সামনে থেকে হারিয়ে গেল সে ... কিছুই করতে পারিিন তার জন্য আমরা । ্আমাদের করার ছিলনা কিছুই । একদিন সবাইকে ফাঁকি দিয়ে সে চলে গেল দূর আকাশে ।
আজও তার মতো চেহারা দেখলেইমনে হয় এই বুঝি সে ফিরে এল । আমার বন্ধু ইয়ামীন আলী সত্যিই নেই ভাবতে অবাক লাগে । আমার বন্ধুদের মাঝে তার কথা উঠলেই মুখ লুকিয়ে অনেকেই কাঁদতে থাকে । বণ্ধুত্ব জিনিসটা কি? এর সং্গাটাই বা কি? আসলে আমরা বন্ধুরা যাকে ভালোবাসি তাকে এভাবেই নিজেদের মধ্যে হারিয়ে ফেলি । নিজেকে প্রবোধ দিই কে বলে আমি তারে চোখে দেখিনা...তারে দেখি মনের আয়নায় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।