শেষ বলে কিছু নেই
সময় মাঝে মাঝে আমাকে ঠেলে দেয় উজানে
আমি উল্টোস্রোতে ভেসে যেতে যেতে
বাতাসের ভাঁজ খুলি; গহীন থেকে
জিরাফের মত গলা বাড়ায় বাসনার জীবাশ্ম
পরবর্তী ভাঁজে ফেনায়িত-
মৃত বালিয়াড়ির দীর্ঘশ্বাস
তার পাশে দগ্ধ নগর-সভ্যতার উড্ডীন ছাইভস্ম...
আমি যেতে যেতে দেখি,
বাতাসের ভাঁজে ভাঁজে পথ আর পাথরের ছায়া
কবে কোন পথিক-পাখি হারিয়েছিল পথের নিশানা
তারপর স্টিল-লাইফ হয়ে গেছে
হ্রিংস্র অন্ধকারের হা এর ভেতর;
বাতাসের ভাঁজে তার হিম এক ডানা...
আমি আরো ভাঁজ খুলি, দেখি-
রাশি রাশি আর্তনাদ, কষ্টের শিলালিপি
ভালোবেসে বলি হওয়া মানবীর রক্তের নোনাছাপ
আরো গভীর ভাঁজে সমুদ্রের লোনা-বাতাস;
দূরগামী নাবিকের মন উচাটন
কামনায় কাঁপা রাত্রির একাকী সন্তাপ...
বায়ু-বন্ধু, আমায় তবে নিয়ে চলো আরো উজানে
আরো বিষম দূরে-
সহস্রাব্দের ওপার জামানায়:
পুরাণ-বৃক্ষের ডালে ডালে ঝুলবে নবীনপত্র,
বয়েসী বল্কল
আমি বাতাসের ভাঁজ খুলে আরো গভীর গোপন
উদ্ভিন্ন গোলাপের ঘ্রাণ নিতে চাই...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।