প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, প্রস্তাবিত উড়োজাহাজটি অন্যদের তুলনায় ১২ ভাগ জ্বালানি খরচ বাঁচাবে। জ্বালানি খরচ সাশ্রয়ে এটি অনেক বড় ভূমিকা রাখবে বলে দাবি করেছে বোয়িং।
প্রস্তাবিত নামানুসারে উড়োজাহাজটি বোয়িংয়ের ৭৭৭ এয়ারলাইনারের মতোই হবে বলে জানিয়েছে ম্যাশএবল। জ্বালানি খরচ বাঁচাতে এতে জিই এভিয়েশনের জিই৯এক্স ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এতে এখনকার ৭৭৭-এর মতো চেয়েও বড় ডানা ব্যবহার করা হবে।
বড় ডানার ব্যবহার উড়তে সুবিধাজনক হলেও এয়ারপোর্টে বাধার সৃষ্টি করতে পারে। ৭৭৭এক্সের ক্ষেত্রে বোয়িং ভাঁজ করে রাখা যায়, এমন ডানা ব্যবহার করার চেষ্টা করছে। এয়ারপোর্টে থাকাকালীন সেটি ভাঁজ হয়ে থাকবে কিন্তু মাত্র ছয়ফুট উপরে উঠলেই তা প্রসারিত হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।