বড়সড় স্মার্টফোনের ঝামেলা থেকে মুক্তির জন্য সম্পূর্ণ ভাঁজ করে রাখার প্রযুক্তিযুক্ত স্মার্টফোন বাজারে এনেছে ইলেকট্রনিক্স এবং মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান এলজি। জি ফ্লেক্স নামের স্মার্টফোনটিকে ৯০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইয়াহু নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনের ফ্লেক্সিবল ডিসপ্লে নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী। সে কারণেই জি ফ্লেক্স ফোনটি তৈরি করা হয়েছে ভিন্নভাবে।
দেখতে বাঁকানো সেটটি অন্যান্য স্মার্টফোনের মতো নয়।
বরং এতে যোগ হয়েছে প্রয়োজনে ভাঁজ করে রাখার সুবিধা। আর শুধু কোনো নির্দিষ্ট অংশই নয় দরকারের সময় পুরোপুরিও ভাঁজ করে ফেলা যাবে ফোনটিকে।
জেডি নেট কোরিয়ার এক প্রতিবেদনে জি ফ্লেক্স ফোনটিকে ভাঁজ করে রাখা স্মার্টফোনের উল্লেখযোগ্য সংযোজন বলা হয়েছে। এলজির নতুন প্রযুক্তির স্মার্টফোনগুলোকে না ভেঙ্গে ৯০ ডিগ্রী পর্যন্ত ভাঁজ করে ফেলা যাবে বলে প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।
ওই প্রতিবেদন অনুসারে ২০১৪ সালের মধ্যেই বাজারে আসবে এলজির জি ফ্লেক্সের ফোনগুলো।
যদিও তাদের দাম কেমন হবে তা নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।