আমাদের কথা খুঁজে নিন

   

আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি(মহীনের ঘোড়াগুলি)

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি. . ।। তার নীল দেওয়াল যেনো স্বপ্ন বেলোয়ারী তার কাঁচ দেওয়াল যেনো স্বপ্ন বেলোয়ারী আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি . . . চিলে কোঠায় বসা বাদামী বিড়াল বুনে শূন্যে মায়াজাল ছাই রঙা পেঁচা সেই চোখ টিপে বসে আছে কত না বছর কাল কালো দরজা খুলে বাইরে তুমি এলে বাগানের গাছে হাসি ছড়াবে বনোফুলে সেই বাড়ির নেই ঠিকানা শুধু অজানা লাল সুরকির পথ শূন্যে দেয় পাড়ি।। বাঁকানো সিঁড়ির পথে সেখানে নেমে আসে চাঁদের আলো সেখানে নেমে আসে চাদের আলো কাউকে চিনো না তুমি, তোমাকে চেনে না কেউ সেইতো ভালো সেথা একলা তুমি গান গেয়ে ঘুরে ফিরে তোমার এলো চুল ঐ বাতাসে শুধু ওড়ে সেই বাড়ির নেই ঠিকানা শুধু অজানা লাল সুরকির পথ শূন্যে দেয় পাড়ি. . . আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি. . ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।