রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।
ভাল আছি ভালা থাকা চাই
বেঁচে আছি স্বপ্ন দেখি তাই।
তুমি প্রিয় হারিয়েছিলে কোথা?
পঙ্খীরাজের পিঠে চেপে খুঁজেছি এথা ওথা।
কেন দু:খ বীণা বাজে তোমার মনেতে
জানাবে না বুজি এই আমাকে?
এই লক্ষীটি, বল। বল না আমাকে;
শুধু, একবার। কি হবে বললে!
এখনো আমি এতো দূর!
মনে রেখো শপথ নিলাম ছুয়ে সিঁদুর।
বিদায় তবে এখন, আদায় করব তখন
হব আমি নির্দয়, না হয়ে সদয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।