Reliving old reviews is a useless tool......I am a great holder of that
আমার হাতের শলাকায় আলতো স্পর্শে খসে পড়া ছাই এস্ট্রেতে স্তর বাড়িয়ে যাচ্ছে পুরনো হবে বলে। নতুন ছাইকে জায়গা ছেড়ে দিতে পুরনো ছাইগুলো যাবে আবর্জনার স্তুপে। তিলে তিলে গড়ে সেই আবর্জনা যাবে রাস্তার ধারের বড় আবর্জনার স্তুপে। দিকভ্রান্ত সব বাতাস, সিটি কর্পোরেশনের গাড়ি, রাস্তার ধারের নেড়ি কুকুর গুলোর তাড়নায় মিশে যাবে এই শহরের বাতাসে। বাতাসের সেই ছাই কোটি মানুষের শ্বাস এড়িয়ে, সুউচ্চ দালান ছাড়িয়ে, বিরক্তি আর ঘাম ঝরানো যানজট এড়িয়ে কিছু হলেও তোমার জানালার সদ্য ধোঁয়া পর্দা এড়িয়ে, সব অসম্ভব্যতা ছাড়িয়ে তোমার ঘরে ঠাঁয় করে নেবে।
অতঃপর তোমার প্রশ্বাসের সাথে সব বায়োলজিক অঙ্গ প্রত্যঙ্গ ছাড়িয়ে প্রবেশ করবে তোমার শরীরের কোষ থেকে কোষান্তরে। তোমাকে পুরোটা বিষাক্ত করে ক্ষান্ত নেবে অবশেষে। আমি আমার হাতের আলতো ছোঁয়াতে তোমার মৃতু আনতে পারি। চিন্তা করে দেখ আমি কতটা ভয়ংকর এক জন্তুরূপী মানুষ। অবশেষে একটি কথা আমা হতে যত দূরে পার পালাও।
তবুও নিস্তার পাবে কিনা জানি না। কারণ আলতো স্পর্শের এই ক্ষমতার কর্তৃত্ব খুব অল্প সময় আমার হাতে থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।