বিল গেটসঃ আচ্ছা তোমাকে যদি এ মুহুর্তে একশ কোটি টাকা দেয়া হয়, তুমি ঐ টাকা গুলো দিয়ে কি করবে?
ভিক্ষুকঃ স্যার, প্রথমে গুলিস্তানে একটা বড়সড় দেইখা জায়গা কিনমু। তারপর সেই জায়গায় একটা বিশাল শপিং মল বানামু, তারপর অনেক দোকান পাট করে দেশ বিদেশের দামী দামী জিনিষ পত্র উঠামু। হেই জায়গায় একটা বিশাল পার্কিং লট থাকবে আর থাকবে বিশাল কলাপসিবল একখান গেট। গেটের সামনে থাকবে একখান গদিওয়ালা ঘুরাইনা চেয়ার।
বিল গেটসঃ বুঝেছি, রিভলভিং চেয়ার। কিন্তু ওটা গেটের কাছে কেন?
ভিক্ষুকঃ স্যার দেহি কিচ্ছু বুঝেন না। ওই চেয়ারে বসেইতো আমি ভিক্ষা করবো, না কি!
(সতর্কবার্তাঃ পুরোটাই কাল্পনিক, দেশের কোন রাজনীতিবিদের জীবনের সাথে ঘটনা মিলে গেলে আমি দায়ি নই)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।